ODI World Cup: চলতি বিশ্বকাপেই দুটো অঘটন হয়েছে, টুর্নামেন্টের ইতিহাসে এমন ম্যাচের রয়েছে আরও উদাহরণ
চলতি বিশ্বকাপের প্রথম অঘটন ঘটিয়েছে আফগানিস্তান ক্রিকেট শিবির। ইংল্যান্ডকে ৬৯ রানে হারিয়ে দিয়েছিল তারা কিছুদিন আগে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবল হাতে একাই ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছিল সেই ম্যাচে মুজিব উর রহমন। অন্যদিকে ব্যাট হাতে রহমনউল্লাহ গুরবাজ ৮০ রান করেছিলেন।
গতকাল নেদারল্যান্ডসও অঘটন ঘটিয়েছে বিশ্বকাপের মঞ্চে। ১৯৯৬ সালে প্রথমবার বিশ্বকাপের মঞ্চে আবির্ভাব এই দলের। এরপর থেকে এটি তাঁদের তৃতীয় জয়।
গতকাল ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩৮ রানে জয় ছিনিয়ে নেয় নেদারল্যান্ডস।
২০০৭ সালে বিশ্বকাপের মঞ্চে গ্রুপ পর্বে ভারতকে ৫ উইকেটে হারিয়ে দিয়েছিল বাংলাদেশ।
সেই ম্যাচে ভারতের হয়ে সর্বাধিক ৬৬ রান করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
ভারতের বিরুদ্ধে ১৯৯৯ বিশ্বকাপে দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছিল জিম্বাবােয়ে। অ্যান্ডি ফ্লাওয়ার ও গ্রান্ট ফ্লাওয়ারের দুরন্ত ব্যাটিংয়ের সুবাদে প্রথমে বোর্ডে ২৫২ রান তুলেছিল জিম্বাবোয়ে।
রান তাড়া করতে নেমেছিল আজহারউদ্দিনের ভারত। কিন্তু হেনরি ওলোঙ্গার দুরন্ত বোলিংয়ের সামনে হার স্বীকার করে নিতে হয় টিম ইন্ডিয়াকে।
১৯৯৯ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও জয় ছিনিয়ে নিয়েছিল জিম্বাবোয়ে শিবির। ৪৮ রানে তারা হারিয়ে দেয় প্রোটিয়া বাহিনীকে।
সেই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ২৩৩ রান বোর্ডে তুলে নেয় জিম্বাবোয়ে। নেইল জনসন ৭৬ রান করে ও বল হাতে ৩ উইকেট নেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -