FIFA World Cup 2022: চোটের কারণে কাতার বিশ্বকাপে খেলতে পারবেন না এই তারকারা
ফ্রান্সের বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন এনগোলো কান্তে। তবে তিনি কাতারে খেলতে পারবেন না।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপেশিতে চোটের জেরে অস্ত্রোপ্রচার করাতে হয়েছে কান্তেকে। তাই তিনি বিশ্বকাপে খেলতে পারবেন না।
নতুন ক্লাব এএস রোমার হয়ে অভিষেক ঘটানোর পর পরেই জর্জনিয়ো ওয়াইনালডম তোটের কবলে পড়েন।
নেদারল্যান্ডসের হয়ে তাই বিশ্বকাপে ওয়াইনালডমেরও মাঠে নামা হচ্ছে না।
বার্সালোনা তথা উরুগুয়ের তারকা ডিফেন্ডার রোনাল্ড আরাহুকেও বিশ্বকাপে খেলতে দেখা যাবে না।
উরুতে চোট পেয়ে অস্ত্রোপ্রচার করাতে হয়েছে আরাহুকে। তাই তিনি তিন মাস মাঠে নামতে পারবেন না।
ডিয়োগো জোটা গত সপ্তাহেই চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন।
পর্তুগিজ তারকা লিভারপুলের হয়ে ম্যান সিটির বিরুদ্ধে পেশিতে চোট পান। তাই তাঁর আর বিশ্বকাপ খেলা হচ্ছে না।
সব তারকাদের মধ্যে একমাত্র ইংল্যান্ডের রিস জেমসেরই বিশ্বকাপে খেলার হালকা সম্ভাবনা রয়েছে।
হাঁটুর চোটে কাবু জেমস। তবে জেমস বড়জোর বিশ্বকাপের একেবারে শেষের দিকে সুস্থ হতে পারেনছ। সত্যি বলতে সেই সম্ভাবনাও ক্ষীণ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -