FIFA World Cup Qatar 2022: কাতার বিশ্বকাপেই কি শেষবারের মত মাঠে নামবেন এই ফুটবলাররা?
তালিকায় রোনাল্ডো, মেসি
1/8
এই তালিকায় অবশ্যই থাকবেন লিওনেল মেসি। আর্জেন্তাইন সুপারস্টার গত বছরই দেশের জার্সিতে কোপা আমেরিকা জিতেছেন।
2/8
চলতি বছর কাতার বিশ্বকাপই হয়ত শেষ বিশ্বকাপ হতে চলেছে মেসির। এখনও পর্যন্ত বিশ্বকাপ জেতার সৌভাগ্য হয়নি এই তারকা ফুটবলারের।
3/8
ব্রাজিলের থিয়াগো সিলভা রয়েছেন তালিকায়। ২০২০ সালে পিএসজি থেকে চেলসিতে যোগ দিয়েছিলেন। ক্লাব ফুটবলে এরপরও অনেক সাফল্য পেয়েছেন সিলভা। ৩৭ বছরের এই ফুটবলারেরও এটাই শেষ বিশ্বকাপ হতে পারে।
4/8
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো গত রাশিয়া বিশ্বকাপের সময়ই জানিয়ে দিয়েছিলেন যে কাতার বিশ্বকাপই তাঁর শেষ বিশ্বকাপ হতে চলেছে। এই মুহূর্তে ম্যান ইউর জার্সিতে খেলতে দেখা যায় তাঁকে।
5/8
২০১৬ সালে ইউরো কাপজয়ী পর্তুগাল দলের গুরুত্বপূর্ণ সদস্য রোনাল্ডোও একটিবারও বিশ্বকাপ জেতেননি। ৩৮ বছরের তারকা ফুটবলার যে কাতার বিশ্বকাপে নিজের সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে থাকবেন, তা বলাই বাহুল্য।
6/8
পর্তুগালের আরেক তারকা ডিফেন্ডার পেপেও রয়েছেন তালিকায়। গত ২ টো ইউরো কাপেও দলের সদস্য ছিলেন তিনি।
7/8
রাশিয়া বিশ্বকাপে সবাইকে চমকে রানার্স আপ হয়েছিল ক্রোয়েশিয়া। লুকা মদ্রিচের নেতৃত্বেই সেবার চমক দেখিয়েছিল ক্রোয়েশিয়া।
8/8
সদ্য ক্লাব ফুটবলে সাফল্য পেয়েছেন মদ্রিচ। রিয়াল মাদ্রিদের জার্সিতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন মদ্রিচ।
Published at : 30 May 2022 08:02 PM (IST)