World Cup 2023: আসন্ন বিশ্বকাপে ব্যাটারদের সামনে ত্রাস হয়ে উঠতে পারেন এই ১০ বোলার

ODI World Cup 2023: ভারতের মাটিতে বিশ্বকাপের আসর। স্বভাবতই স্পিনাররা বেশি সুবিধে পাবেন এখানকার ঘূর্ণি পিচে। কিন্তু পেসাররাও তাক লাগাতে পারেন।

বিশ্বকাপে নজর কাড়তে পারেন সিরাজ, শাহিম (ছবি: এএনআই)

1/10
কেরিয়ারের শেষ বিশ্বকাপ ট্রেন্ট বোল্টের জন্য। এখনও পর্যন্ত এই বছর ওয়ান ডে-তে এই কিউয়ি পেসার ৫ ম্যাচ খেলে ১০ উইকেট তুলে নিয়েছেন বোল্ট।
2/10
অস্ট্রেলিয়ার অধিনায়ক। পেস বিভাগকে নেতৃত্ব দেবেন প্যাট কামিন্স। ভারতের বিরুদ্ধে শেষ ওয়ান ডে সিরিজ ভাল যায়নি। তবে অভিজ্ঞ কামিন্স যে কোনও মুহূর্তে গেমচেঞ্জার।
3/10
চোট সারিয়ে ফেরার পর থেকেই বুমরা দুর্দান্ত ফর্মে রয়েছেন। এশিয়া কাপেও ছন্দে দেখা গিয়েছে। বুমরার গতি ও নিঁখুত ইয়র্কার চিন্তার কারণ হতে পারে প্রতিপক্ষের জন্য।
4/10
গতির জন্য বিখ্যাত হ্যারিস রউফ। এই বছর ১৩ ম্যাচে ২৪ উইকেট তুলে নিয়েছেন এখনও পর্যন্ত। রউফের পেসের সামনে সমস্যায় পড়বেন ব্যাটাররা।
5/10
পাকিস্তান বোলিং আক্রমণকে নেতৃত্ব দেবেন শাহিন আফ্রিদি। তিনি
6/10
মহম্মদ সিরাজ রয়েছেন এই তালিকায়। ভারতের এই তরুণ পেসার ১৪ ম্য়াচে ৩০ উইকেট ঝুলিতে পুরে নিয়েছেন।
7/10
গত দুটো বিশ্বকাপের সর্বাধিক উইকেট শিকারি। গতকাল ওয়ার্ম আপ ম্যাচে হ্যাটট্রিক করেছেন নেদারল্যান্ডসের বিরুদ্ধে। মিচেল স্টার্ক কিন্তু এখনই মাথাব্য়থার কারণ হয়ে দাঁড়িয়েছেন প্রতিপক্ষ ব্যাটারদের কাছে।
8/10
ইংল্যান্ডের তারকা পেসার মার্ক উডের উপস্থিতি ইংল্য়ান্ডের বোলিং আক্রমণকে আরও ধারাল করবে। আর্চারের অভাব মিটিয়ে দেওয়ার লক্ষ্যে থাকবেন উড।
9/10
মহম্মদ শামি রয়েছেন তালিকায়। ভারতের পেস আক্রমণে তিনি সম্পদ। গত বিশ্বকাপে হ্যাটট্রিকও করেছিলেন।
10/10
এশিয়া কাপ ফাইনাল শ্রীলঙ্কা লজ্জার হার হারলেও বল হাতে নজর কেড়েছেন মাথিসা পাথিরানা। মালিঙ্গার মত নিঁখুত ইয়র্কার দিতে পারেন। বিশ্বকাপে লঙ্কা বাহিনীর তুরুপের তাস হয়ে উঠতে পারেন।
Sponsored Links by Taboola