World Cup 2023: ২০০৮ অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে বিরাটের সঙ্গী ছিলেন ওঁরা, খেলছেন চলতি ওয়ান ডে বিশ্বকাপও
২০০৮ সালে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভারতের জয়ের অন্যতম কারিগর ছিলেন বিরাট। তিনিই ছিলেন অধিনায়ক। এবার কেরিয়ারের তৃতীয় চতুর্থ বিশ্বকাপ খেলতে নেমেছেন কোহলি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতালিকায় রয়েছেন কিউয়ি তারকা পেসার ট্রেন্ট বোল্টও। বিরাটের সঙ্গে ২০০৮ বিশ্বকাপে খেলেছিলেন বোল্ট।
২০০৮ অনূর্ধ্ব ১৯ ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন রবীন্দ্র জাডেজা। এবারের বিশ্বকাপে তিনিও রয়েছেন।
অস্ট্রেলিয়া ক্রিকেট দলের তারকা পেসার জশ হ্যাজেলউডও ২০০৮ সালের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে অজি দলের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন।
নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনও তালিকায় রয়েছেন। বর্তমানে কিউয়ি সিনিয়র দলেরও অধিনায়ক তিনিই।
দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার রেজা হেন্ড্রিক্স রয়েছেন তালিকায়। তিনিও জুনিয়র দলের পর সিনিয়র দলের সদস্য।
অস্ট্রেলিয়ার ডানহাতি ব্যাটার স্টিভ স্মিথ বিশ্ব ক্রিকেটের অন্য়তম সেরা ব্যাটার। তিনিও ২০০৮ অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে অজি দলের সদস্য ছিলেন।
নিউজিল্যান্ডের টিম সাউদি সিনিয়র দলের অভিজ্ঞ বোলার। তিনিও ২০০৮ দলের সদস্য ছিলেন নিউজিল্যান্ডের।
অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার মার্কাস স্টোইনিস রয়েছেন তালিকায়। তিনিও ২০০৮ সালে অস্ট্রেলিয়া জুনিয়র দলে খেলেছেন বিশ্বকাপে।
ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার ক্রিস ওকস রয়েছেন
- - - - - - - - - Advertisement - - - - - - - - -