IND vs WI ODI Series: ভারত-ওয়েস্ট ইন্ডিজ ওডিআই ম্যাচে দাপট দেখিয়েছেন যে বোলাররা, তালিকায় প্রথম দশে কারা?
ভারত ও ওয়েস্ট ইন্ডিজের একদিনের সিরিজে সবচেয়ে বেশি উইকেট সংগ্রহকারী বোলার কোর্টনি ওয়ালস। ৩৮ ম্যাচে ২৪.২৫ গড়ে ৪৪ উইকেট নিয়েছেন তিনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতালিকায় দ্বিতীয় স্থানে কপিল দেব। ভারতের এই অলরাউন্ডার ৪২ একদিনের ম্যাচে ২৮.৮৮ গড়ে ৪৩ উইকেট নিয়েছেন।
ভারতীয় দলের প্রাক্তন স্পিনার অনিল কুম্বলে ২৬ একদিনের ম্যাচে ৪১ উইকেট নিয়েছেন।
ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা ২৯ ম্যাচে ২৯.৮৭ গড়ে ৪১ উইকেট নিয়েছেন।
মহম্মদ শামিও এই তালিকায় প্রথম পাঁচে রয়েছেন। তিনি মাত্র ১৮ টি একদিনের ম্যাচে ৩৭ উইকেট নিয়েছেন।
ওয়েস্ট ইন্ডিজের কার্ল হুপার ভারতের বিরুদ্ধে ৪৫ টি একদিনের ম্যাচ খেলেছেন। ৩৯.৫৫ বোলিং গড়ে তিনি ৩৬ উইকেট দখল করেছেন।
এই তালিকায় সপ্তম স্থানে ভিভিয়ান রিচার্ডস। তিনি ৩১ ম্যাচে ২১.৯৭ গড়ে ৩৬ উইকেট নিয়েছেন
সদ্য অবসর নিয়েছেন হরভজন সিংহ। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৩১ ম্যাচে ৩৩ উইকেট নিয়েছেন তিনি।
কার্টলে অ্যামব্রোজ ভারতের বিরুদ্ধে ২৫ একদিনের ম্যাচে ২২.৪৬ গড়ে ৩২ উইকেট নিয়েছেন।
অজিত আগরকর তালিকায় দশম স্থানে। তিনি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২১ ম্যাচে ২৪.৫০ গড়ে ৩১ উইকেট নিয়েছেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -