T20 World Cup: বিশ্বকাপে নজরে যে উইকেট কিপার ব্যাটাররা
অস্ট্রেলিয়ার মাটিতে এবার শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। দেখে নেওয়া যাক সেরা উইকেট কিপার ব্যাটারদের।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appভারতের হয়ে উইকেটের পেছনে দেখা যাচ্ছে দীনেশ কার্তিককে।
ব্যাটার হিসেহবে ডেভন কনওয়ের কোনও তুলনা হয় না। অন্য়দিকে উইকেটের পেছনে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে ১১টি ম্য়াচ খেলেছেন তিনি। ৭টি শিকার রয়েছে নামের পাশে।
লিটন দাস বাংলাদেশের উইকেট কিপার হিসেবে দায়িত্ব সামলেছেন। ১০ ম্যাচে দায়িত্ব সামলে ৪টি শিকার করেছেন।
নিউজিল্যান্ডের উইকেট কিপার হিসেবে গ্লেন ফিলিপসও রয়েছেন। তিনি সাম্প্রতিক সময়ে যদিও উইকেটের পেছনে দায়িত্ব সামলাননি। কিন্তু দুর্দান্ত একজন অ্যাথলিট হিসেবে নাম রয়েছে ফিলিপসের।
বছর ২৮-র ফ্ল্যামবয়েন্ট ব্য়াটার। বাংলাদেশ ক্রিকেট দলের উইকেট কিপার ব্যাটার হিসেবে প্রথম পছন্দ নুরুল হাসান। ঝুলিতে রয়েছে মোট ২৪টি শিকার ও ৭টি স্ট্যাম্পিং।
দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক বিশ্বের সেরা উইকেট কিপার ব্য়াটারদের মধ্যে একজন। শরীরের রিফ্লেক্স দুর্দান্ত। দ্রুত স্টাম্পিং করতে পারেন।
পাকিস্তানের উইকেট কিপার ও তাঁদের দেশের এই মুহূর্তে সেরা ব্যাটার। বেশিরভাগ সময় স্পিন সহায়ক উইকেটে কিপিং করে এসেছেন। তবে পেস বোলারদের উইকেটের পেছনে সামলানোর ক্ষেত্রে একটু দুর্বলতা রয়েছে।
ক্রিকেটের সংক্ষিপ্ত ফর্ম্যাটে উইকেটের পেছনে বরাবর দেখা গিয়েছে ম্যাথু ওয়েডকে। দলের প্রথম পছন্দই তিনি। উইকেটের পেছনেও সমান পারদর্শী।
টি-টোয়েন্টি ফর্ম্যাটে বিধ্বংসী ব্যাটার। ইংল্যান্ডের অধিনায়ক। উইকেটের পেছনে অনেক বছর ধরেই দায়িত্ব সামলাচ্ছেন। যথেষ্ট অভিজ্ঞ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -