UEFA Champions League: মেসি বা রোনাল্ডো নন, চ্যাম্পিয়ন্স লিগে দ্রুততম ৫০ গোল করার কৃতিত্ব কার?
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো রেকর্ড পাঁচবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। তিনি লিগের সর্বকালের সর্বোচ্চ গোলাদাতাও বটে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতবে চ্যাম্পিয়ন্স লিগে ৫০টি গোল করতে তাঁর ৯১টি ম্য়াচ সময় লেগেছিল যা সর্বকালীন বিচারে পঞ্চম দ্রুততম।
তালিকায় চার নম্বরে রয়েছেন রোনাল্ডোর দীর্ঘদিনের প্রাক্তন সতীর্থ করিম বেঞ্জেমা।
রোনাল্ডোর থেকে তিন কম, ৮৮ ম্যাচে তিনি ৫০টি চ্যাম্পিয়ন্স লিগ গোলের গণ্ডি পার করেন।
বর্তমান সময়ের আরেক অনবদ্য স্ট্রাইকার রবার্ট লেয়নডস্কি এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন।
পোলিশ স্ট্রাইকার বেঞ্জেমার থেকে বেশ খানিকটা কম, ৭৭টি ম্যাচেই ৫০টি চ্যাম্পিয়ন্স লিগ গোল করে ফেলেন।
খুব কম রেকর্ড রয়েছে যা লিওনেল মেসি বা রোনাল্ডো, কারুর দখলেই নেই। তার মধ্যে এটি একটা।
মেসি ৬৬ ম্যাচে ৫০টি চ্যাম্পিয়ন্স লিগ গোল করলেও, সর্বকালীন তিনি দ্বিতীয় দ্রুততম।
তালিকায় এক নম্বর অর্থাৎ দ্রুততম ৫০ চ্যাম্পিয়ন্স লিগ গোলের গণ্ডি পার করেছেন রুড ভ্যান নিস্তেলরুই।
মেসির থেকে চার কম, ৬২টি ম্যাচে প্রাক্তন রিয়াল মাদ্রিদ তথা ম্যাঞ্চেস্টার ইউনাইটেড তারকা ৫০টি গোল করেছেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -