Winter Drinks: শীতকালে ওজন বৃদ্ধির আশঙ্কা! সঙ্গী হোক এই পানীয়গুলি
শীতকালে মানেই আর ওজন বৃদ্ধির আশঙ্কা নয়। এবার এই পানীয়গুলি পান করলেই কমতে পারে ওজন।
ফাইল ছবি
1/7
আমন্ড মেটাবলিজম বাড়াতে সাহায্য করে। ওজন কমাতে চাইলে বাদাম হতে পারে আদর্শ। এতে ক্যালোরির পরিমাণ কম থাকে। রয়েছে পর্যাপ্ত পরিমাণ ফাইবার।
2/7
এরকম ক্ষেত্রে বেশ কিছু পানীয় ওজন কমানোর সহায়ক হতে পারে। মধু-আদা-বেলু চা থেকে দারচিনি জল পর্যন্ত, একাধিক কম ক্যালোরি যুক্ত পানীয় রয়েছে, যা ওজন কমানোর ক্ষেত্রে কার্যকর হতে
3/7
শীতকালে গলা ব্যথা দূর করতে পারে আদা চা। আদার সঙ্গে মেশানো যেতে পারে, লেবু এবং মধু। মধু শীতকালে শরীরকে গরম রাখতে পারে।
4/7
শীতকাল মানে নানা শাক সবজির সম্ভার। ওজন কমাতে কার্যকরী বিট। রান্নার পাশাপাশি এই সময়ে বিটের রস পান করা যেতে পারে।
5/7
বাড়িতেই বিটের রস বানানো যেতে পারে। টুকরো করে কাটা বিট ব্লেন্ডারে ব্লেন্ড করে ছেঁকে নিতে হবে। এবার তাতে বিট নুন মিশিয়ে পান করতে পারেন। একইভাবে গাজরের রসও পান করতে পারেন।
6/7
দারচিনি শরীরে ইনসুলিন উৎপাদনকে বাড়াতে সাহায্য করে। ইনসুলিন সঠিক পদ্ধতিতে কাজ করলে চিনির বিপাকে সাহায্য করে। রক্তে শর্করার বৃদ্ধির ঝুঁকি কমায়।
7/7
দারচিনির জল মশলা ওজন কমাতে সাহায্য করতে পারে। একইসঙ্গে যখন তখন খিদে পাওয়ার সম্ভাবনাও হ্রাস করে।
Published at : 21 Jan 2023 08:50 PM (IST)