Mushfiqur Rahim: অভিনব হ্যান্ডবল আউট মুশফিকুর, তবে তিনিই প্রথম নন, তালিকায় আর কে কে রয়েছেন?
বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসাবে টেস্টে ফিল্ডিংয়ে বাধা দেওয়ার অভিযোগে আউট হয়েছিলেন মুশফিকুর রহিম। যা নিয়ে মীরপুরে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে হইচই পড়ে গিয়েছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবাংলাদেশ ইনিংসের ৪১তম ওভারে আউট হন মুশফিকুর। কাইল জেমিসনের একটি বলে রক্ষণাত্মক শট খেলার পর সেটি ডানহাত দিয়ে সরিয়ে দেন মুশফিকুর। নিউজ়িল্যান্ড তৎক্ষনাৎ আউটের আবেদন করে। তৃতীয় আম্পায়ার আহসান রাজা তাঁকে আউটই দেন।
কিন্তু অনেকে প্রশ্ন তোলেন, কেন অবস্ট্রাকটিং দ্য ফিল্ড নিয়মের আওতায় আউট ঘোষণা করা হল মুশফিকুরকে। কেন তাঁকে 'হ্যান্ডলড দ্য বল' বা হাত দিয়ে বল থামানোর অপরাধে আউট দেওয়া হল না!
বাংলাদেশের বিরুদ্ধে ২০০১ সালে টেস্টে দ্বিশতরান করার পর প্রথম ক্রিকেটার হিসেবে রিটায়ার হার্ট হন মারভান আট্টাপাত্তু।
১৯৮৩ সালে ভারতের বিরুদ্ধে ওয়াংখেড়ে স্টেডিয়ামে ডেসমন্ড হেনস হ্যান্ডবল আউট হয়েছিলেন।
ইংল্যান্ডের গ্রাহম গুচ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাঞ্চেস্টারে টেস্ট ম্যাচে হ্যান্ডবল আউট হয়েছিলেন।
অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার অ্যান্ড্রু হিলডিচ ১৯৭৯ সালে পাকিস্তানের বিরুদ্ধে টেস্টে হ্যান্ডবল আউট হয়েছিলেন।
২০০১ সালে বাংলাদেশের বিরুদ্ধে টেস্টে ১৫০ রান করার পর রিটায়ার হার্ট হয়েছিলেন।
ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন ২০০১ সালে ভারতের বিরুদ্ধে বেঙ্গালুরু টেস্টে হ্যান্ডবল আউট হয়েছিলেন।
২০০১ সালে ঐতিহাসিক চেন্নাই টেস্টে অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার স্টিভ স্মিথ হ্যান্ডবল আউট হয়েছিলেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -