Vece Paes: হকি খেলোয়াড় হিসাবে জিতেছেন অলিম্পিক্স পদক, ভেস পেজ কিন্তু BCCI, AIFF-রও বড় পদে ছিলেন

Vece Paes Career: বিভিন্ন স্তরে ক্রিকেট, ফুটবল, হকি, রাগবি খেলার পাশাপাশি স্পোর্টস সায়ান্স নিয়েও পড়াশোনা করেছেন ডাক্তার ভেস পেজ।

Continues below advertisement

এক চ্যারিটি ক্রিকেট ম্যাচে লিয়েন্ডার, ইরফান পাঠানদের সঙ্গে ভেস পেজ

Continues below advertisement
1/10
ছেলে দেশের কিংবদন্তি টেনিস খেলোয়াড়, বাবা খেলতেন হকি। দুইজনের দখলেই অলিম্পিক্স পদকজয়ের কৃতিত্ব রয়েছে। কথা হচ্ছে লিয়েন্ডার ও ভেস পেজের।
2/10
লিয়েন্ডারের বাবা, কিংবদন্তি ভেস পেজ আজ ভোররাত তিনটেতে দীর্ঘ সময় অসুস্থতার সঙ্গে লড়াই করার পর উডল্যান্ডস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
3/10
১৯৭২ সালে মিউনিখে অনুষ্ঠিত অলিম্পিক্সে যে ভারতীয় দল রুপো জেতে, সেই দলের অবিচ্ছেদ্য অঙ্গ ছিলেন ভেস পেজ।
4/10
তবে তিনি যে শুধু একজন ক্রীড়াবিদ ছিলেন, তা কিন্তু নয়। ভেস পেজ একজন ডাক্তারও ছিলেন এবং এদেশের স্পোর্টস মেডিসিন নিয়ে তাঁর কাজ সর্বত্রই প্রশংসা পেয়েছে।
5/10
তিনি হকির সঙ্গে তো যুক্ত ছিলেনই, ২০০৪ সালে ভারতের অলিম্পিক্স দলের টিম ডাক্তারও ছিলেন। পাশাপাশি সর্বভারতীয় ক্রিকেট ও ফুটবল ফেডারেশনের সঙ্গেও কাজ করেছেন তিনি।
Continues below advertisement
6/10
বিসিসিআইয়ের স্পোর্টস সাইন্স বিভাগের প্রধান হিসাবে দায়িত্ব সামলেছেন ভেস পেজ। এখানেই শেষ নয়। বিসিসিআইয়ের অ্যান্টি ডোপিং এবং বয়স যাচাই করার বিভাগের প্রধানের দায়িত্ব পালন করেছেন ভেস।
7/10
ডাক্তার অভিজিৎ সালভির সঙ্গে মিলে বিসিসিআইয়ের তিনি বয়স যাচাই প্রক্রিয়ার কাজও করেছেন। বর্তমানে বিসিসিআইয়ের বয়স যাচাই করার জন্য যে টিডব্লু৩ প্রক্রিয়া ব্যবহৃত হয়, তা ভেসেরই মস্তিষ্কপ্রসূত।
8/10
তিনি বিসিসিআইয়ের পাশাপাশি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সঙ্গেও কাজ করেছেন। কাজ করেছেন ভারতীয় ডেভিস কাপ দলের হয়েও।
9/10
এখানেওই শেষ নয়। তিনি ২০০৩ থেকে ২০০৬ সাল পর্যন্ত সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের মেডিক্যাল কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। কাজ করেছেন ইস্টবেঙ্গল দলের সঙ্গেও।
10/10
ক্রীড়াবিদ হিসাবেও হকিতে অলিম্পিক্স পদকজয়ী ভেস পেজ বিভিন্ন স্তরে ক্রিকেট, ফুটবল এবং রাগবিও খেলেছেন। ১৯৯৬ থেকে ২০০২ সাল পর্যন্ত ভারতীয় রাগবি ইউনিয়নের সভাপতির দায়িত্বও পালন করেছেন তিনি। এমন এক কিংবদন্তিই ৮০ বছর বয়সে বিশ্বকে বিদায় জানালেন।
Sponsored Links by Taboola