Vijay Hazare Trophy: বিজয় হাজারে ট্রফির প্রস্তুতিতে অনুষ্টুপ-ঈশানরা
২০ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ঘরোয়া ওয়ান ডে টুর্নামেন্ট বিজয় হাজারে ট্রফি। চলবে ১৪ মার্চ পর্যন্ত।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবৃহস্পতিবার সল্ট লেকের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে জোরকদমে অনুশীলন করল বাংলা দল। নেটে দীর্ঘক্ষণ ব্যাটিং করলেন অধিনায়ক অনুষ্টুপ মজুমদার, বিবেক সিংহরা।
টুর্নামেন্টে বাংলার অন্যতম ভরসা দুই পেসার, ঈশান পোড়েল ও আকাশ দীপ। নেটে বেশ কিছুক্ষণ বল করতে দেখা গেল দুই তরুণ পেসারকে।
বিজয় হাজারে ট্রফিতে গ্রুপ ই-তে রয়েছে বাংলা। তাদের সঙ্গেই রয়েছে সার্ভিসেস, জম্মু ও কাশ্মীর, সৌরাষ্ট্র, হরিয়ানা ও চণ্ডীগড়। এই গ্রুপের সমস্ত খেলা হবে কলকাতায়।
৩৮টি দলকে ৬টি গ্রুপে রাখা হয়েছে। ৬টি করে দল নিয়ে পাঁচটি এলিট গ্রুপ। আর প্লেট গ্রুপে রয়েছে ৮টি দল।
১৩, ১৫ ও ১৭ ফেব্রুয়ারি তিনবার করোনা পরীক্ষা হবে ক্রিকেটারদের।
চোটের জন্য মনোজ তিওয়ারি এই টুর্নামেন্টে খেলতে পারবেন না বাংলার হয়ে। দলকে নেতৃত্ব দেবেন অনুষ্টুপ। ছবি সৌজন্য: সিএবি
- - - - - - - - - Advertisement - - - - - - - - -