Virat Kohli 100th Test: আমার জীবন ও কেরিয়ারই প্রমাণ করে সব কিছুই সম্ভব, বলছেন কোহলি
রাত পোহালেই মাহেন্দ্রক্ষণ। কেরিয়ারের একশোতম টেস্ট ম্যাচ খেলতে নামছেন বিরাট কোহলি (Virat Kohli)। প্রতিপক্ষ শ্রীলঙ্কা (Ind vs SL)। তবে টেস্ট ক্রিকেট খেলার নেপথ্যে পরিশ্রমকে কৃতিত্ব দিচ্ছেন কোহলি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appভারতীয় ক্রিকেট বোর্ডের ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে কোহলি বলেছেন, 'আমার টেস্ট খেলাটা ভাগ্যের জোরে নয়। প্রচুর পরিশ্রম করেছি। বরাবর মনে করেছি ক্রিকেটের বিশুদ্ধ ফর্ম্যাট হল টেস্ট ক্রিকেট। আমার হৃদয় দিয়েছি টেস্ট ক্রিকেটকে। গর্বের সঙ্গে সেটা বলতে পারি।'
কোহলি যোগ করেছেন, 'দেশের হয়ে টেস্ট ক্রিকেট খেলা আমার সৌভাগ্য বলে মনে করি। অধিনায়ক হিসাবে একটা সংস্কৃতি তৈরি করেছিলাম। নিজের সেরাটা দিয়েছি। আমার ওপর যা দায়িত্ব ছিল, পালন করেছি। দারুণ কিছু সতীর্থদের সঙ্গে খেলেছি।'
তাঁর অধিনায়ক থাকার পর্ব নিয়ে সুখস্মৃতি কাজ করছে কোহলির। বলেছেন, 'অধিনায়ক হওয়ার পরই ঠিক করে নিয়েছিলাম কীভাবে খেলতে হবে আর দল হিসাবে কোথায় যেতে হবে। টানা পাঁচ বছর সেটা অর্জনও করতে পেরেছি। অধিনায়ক হিসাবে ড্রেসিংরুমে ঢুকলে মনে হতো সফল হয়েছি। ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত ৫-৬ বছরে টেস্ট ক্রিকেটে দারুণ কিছু মুহুর্ত কেটেছে। দারুণ কিছু ম্যাচ, প্রত্যেকটা সফরই মধুর স্মৃতি। কঠিন কিছু পরাজয় রয়েছে । দারুণ কিছু প্রত্যাবর্তন হয়েছে। পুরো পর্বটা নিয়ে দারুণ গর্বিত। কোনও একটা স্মৃতি সেরা হিসাবে বেছে নিলে অন্যায় হবে।'
এরপরই কোহলি যোগ করেছেন, 'এখনও খেলাটা নিয়ে আবেগপ্রবণ। এখনও দেশকে অনেক ম্যাচ জেতাতে চাই। খেলা শুরু করার দিন থেকে সেটাই আমার লক্ষ্য ছিল। বরাবরই ভেবেছি দেশের হয়ে খেলব আর ভারতকে জেতাব। এখনও সেভাবেই ভাবি। পরিসংখ্যান, রেকর্ড সেসব হচ্ছে মাঠের বাইরের লোকেদের কল্পনা। আমি কোনও দিন সেসব নিয়ে ভাবিনি। ভাবলে গত ১০-১২ বছরে এত রান বা মাইলফলক যাই বলুন না কেন, স্পর্শ করতে পারতাম না। মানসিকতা ঠিক থাকতে হয়।'
সফর শুরু হয়েছিল ১১ বছর আগে। ২০১১ সালের জুনে কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয়েছিল। সেই ম্যাচে অবশ্য রান পাননি। দুই ইনিংসে করেছিলেন ৪ ও ১৫ রান ।
পরের এগারো বছর অবশ্য বিশ্বক্রিকেটকে শাসন করেছে বিরাট কোহলির (Virat Kohli) ব্যাট । ৯৯ টেস্টে ৭৯৬২ রান করেছেন দিল্লির ডানহাতি। যার মধ্যে রয়েছে ২৭টি সেঞ্চুরি। টেস্টে অনবদ্য ব্যাটিং গড় ৫০.৩৯। সর্বোচ্চ স্কোর অপরাজিত ২৫৪। যা তিনি করেছিলেন পুনেতে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। ২০১৯ সালে।
শুক্রবার দিনটা অবশ্য অন্যরকম হতে চলেছে কিং কোহলির। কারণ, শ্রীলঙ্কার (Ind vs SL) বিরুদ্ধে টেস্ট ম্যাচ হতে চলেছে কোহলির কেরিয়ারের শততম টেস্ট। যে ম্যাচকে ঘিরে উন্মাদনা তুঙ্গে।
ভারতীয় ক্রিকেট বোর্ডের ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে কোহলি জানিয়েছেন, একশো টেস্ট খেলবেন, কোনওদিন ভাবেননি। কোহলি বলেছেন, 'কখনও ভাবিনি একশো টেস্ট ম্যাচ খেলব। লম্বা সফর। ঈশ্বর আমার ওপর সদয় থেকেছেন। নিজের ফিটনেস নিয়ে প্রচুর পরিশ্রম করেছি । আমার পরিবার, স্ত্রী, কোচ, সকলের জন্যই এটা বিরাট মুহূর্ত। আমার মতোই এই একশোতম টেস্ট ম্যাচ নিয়ে কোচও খুব গর্বিত।'
কোহলি যোগ করেছেন, 'অবিশ্বাস্য লাগছে। কোনওদিন ভাবিনি দেশের হয়ে একশো টেস্ট খেলব। শীর্ষে পৌঁছনোর জন্য দৃঢ়প্রতিজ্ঞ ছিলাম। জীবন নিয়ে কোনও পূর্বাভাস করা যায় না। ভবিষ্যতে কী আছে কেউ জানে না। কত দারুণ মুহূর্ত থাকতে পারে। ভয় পাওয়া বা হতোদ্যম হয়ে পড়ার কোনও কারণ নেই। আমার জীবন ও আমার কেরিয়ারই প্রমাণ করে যে, সব কিছুই সম্ভব।'
- - - - - - - - - Advertisement - - - - - - - - -