কোহলি অন্যতম সেরা অ্যাথলিট, তবে ফিটনেসের দিক থেকে খুব বেশি পিছিয়ে নেই পাক দলও, বললেন ওয়াকার
গতমাসে এক সাক্ষাত্কারে ওয়াকারও এ কথা স্বীকার করে নিয়েছিলেন। তিনি বলেছিলেন যে, ফিটনেসের প্রতি এই নিষ্ঠার মাধ্যমে কোহলি খেলায় একটা ফারাক গড়ে দিতে পেরেছেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপাকিস্তানের বোলিং কিংবদন্তী তথা বর্তমান কোচ ওয়াকার ইউনিস মনে করেন ফিটনেসের দিক থেকে ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলির থেকে খুব একটা পিছিয়ে নেই তাঁদের দল। উল্লেখ্য, বিশ্বের অন্যতম ফিট খেলোয়াড় হিসেবে গন্য করা হয় কোহলিকে। তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে চোখ রাখলেই ফিটনেসের প্রতি নিষ্ঠার বিষয়টি পরিষ্কার হয়ে যায়। আর ফিটনেসের এই মন্ত্র তিনি ভারতীয় দলের মধ্যেও ছড়িয়ে দিতে সক্ষম হয়েছেন। সেইসঙ্গে অন্যদলগুলিকেও অনুপ্রাণিত করেছেন তিনি। ভারতীয় দলের ফিল্ডিং কোচ আর শ্রীধর থেকে শুরু করে প্রাক্তন ফিজিও প্যাট্রিক ফারহার্ট-সবাই কোহলির ফিটনেসের প্রশংসায় পঞ্চমুখ।
এবার চলতি মাসে সংবাদমাধ্যমের সঙ্গে একটি ভার্চুয়াল আলাপচারিতায় ওয়াকারকে প্রশ্ন করা হয় যে, কোহলির ফিটনেসের পর্যায়ের সঙ্গে পাক প্লেয়াররা সমতুল হতে পারবেন কিনা।
এক ট্যুইটার –প্ল্যাটফর্মে অনুরাগীদের সঙ্গে আলাপচারিতার সময় ওয়াকার বলেছিলেন, কোহলি খেলার উত্তরণ ঘটিয়েছেন এবং একদিন ও টি ২০ সহ বর্তমান ক্রিকেটের সব ধরনের ফরম্যাটেই তিনি মানানসই এবং টেস্ট ক্রিকেটেও অসাধারণ। কিন্তু ক্রিকেটে সবচেয়ে যে বড় ফারাক তিনি গড়েছেন এবং সারা বিশ্বজুড়ে নজর কেড়েছে, তা হল তাঁর ফিটনেস। সারা বিশ্বেই খেলোয়াড়দের ফিটনেসের একটা মাপকাঠি গড়ে দিতে পেরেছেন তিনি। এটাকে কারুর পক্ষে অতিক্রম করা খুব কঠিন বলেই মনে করি। তিনি প্রমাণ করে দেখান যে, তিনিই সেরা ও লড়াকু। আমরা সবাই তাঁকে পছন্দ করি।
এর জবাবে ওয়াকার বলেছেন, এতে সন্দেহ নেই যে, দলে অনেক ক্রিকেটারই রয়েছে, যারা ফিট। তিনটি ফরম্যাটে খেললে ফিটনেসের মান বজায় রাখতে হয়। তিনি (কোহলি) দেশের অন্যতম সেরা অ্যাথলিট। আমাদের ছেলেরাও খুব একটা পিছিয়ে নেই। বাবর আজম খুবই ফিট। শাহিন শাহিদ আফ্রিদিও সুপার ফিট। আমরা সবাই নিজেদের মাপকাঠি তৈরি করেছি। অন্য কাউকে নকল করছি না। পাক ক্রিকেটের পক্ষে উপযুক্ত মাপকাঠি তৈরি করেছি এবং এভাবেই দলকে এগিয়ে নিয়ে যাব।
ওয়াকার বলেছেন, এখন যে প্রশিক্ষণ শিবির ওরা পাচ্ছে, তা ভালো হচ্ছে। খেলোয়াড়দের আন্তর্জাতিক ক্রিকেটের উপযুক্ত ফিটনেসের মান নিশ্চিত করতে আমরা খুবই পরিশ্রম করছি। উল্লেখ্য, পাকিস্তান ইংল্যান্ডের বিরুদ্ধে ৩ টেস্ট ও ৩ টি ২০ ম্যাচের সিরিজ খেলবে। প্রথম টেস্ট শুরু হবে ম্যাঞ্চেস্টারে ৫ অগাস্ট।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -