Virat Kohli Records: ১০২১ দিনের দীর্ঘ অপেক্ষার পর প্রথম শতরানেই একগুচ্ছ রেকর্ড ভাঙলেন বিরাট কোহলি
আফগানিস্তানের বিরুদ্ধে গতকালই নিজের আন্তর্জাতিক টি-টোয়েন্টি কেরিয়ারের প্রথম শতরানটি হাঁকান বিরাট কোহলি। সব ফর্ম্যাট মিলিয়ে এটি তাঁর ৭১তম শতরান। এই শতরানের সুবাদে কোহলি আন্তর্জাতিক ক্রিকেটে রিকি পন্টিংয়ের শতরানের রেকর্ড স্পর্শ করলেন। একমাত্র সচিন তেন্ডুলকর বাদে আর কোন ব্যাটারই কোহলির থেকে বেশি শতরান হাঁকাননি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতবে ৭১তম শতরান করতে সচিনের থেকেও কম সময় লাগান কোহলি। তিনি সচিনের থেকে এক কম, ৫২২ ইনিংসে ৭১টি শতরান করলেন।
দ্রুততম ব্যাটার হিসাবে গতকালই ২৪ হাজার আন্তর্জাতিক রান করে ফেললেন কোহলি। এক্ষেত্রে তিনি সচিনের রেকর্ড ভাঙলেন। সচিন ৫৪৩টি ইনিংসে ২৪ হাজার রান করেছিলেন।
সুরেশ রায়না, রোহিত শর্মা ও কেএল রাহুলের পর মাত্র চতুর্থ ভারতীয় ব্যাটার হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফর্ম্যাটেই শতরান করার নজির গড়লেন কোহলি।
এটি টি-টোয়েন্টি ক্রিকেটে কোহলির ষষ্ঠ শতরান। বিশ ওভারের ফর্ম্যাটে এর থেকে বেশি শতরান করার নজির আর কোনও এশিয়ানের নেই। কেএল রাহুল, বাবর আজম ও রোহিত শর্মাও অবশ্য ছয়টি টি-টোয়েন্টি শতরান করেছেন।
কোহলির ১২২ রানই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে কোনও ভারতীয় ক্রিকেটারের সর্বোচ্চ স্কোর। তিনি রোহিত শর্মার ১১৮ রানের রেকর্ড ভাঙলেন।
সদ্যই সচিনকে টপকে এশিয়া কাপের ইতিহাসে ভারতীয় হিসাবে সর্বোচ্চ রান করার রেকর্ড নিজের দখলে এনেছিলেন রোহিত। রোহিতের সেই রেকর্ড ভেঙে দিলেন কোহলি। এশিয়া কাপে বর্তমানে রোহিতের থেকে ২৬ বেশি ১০৪২ রান রয়েছে কোহলির দখলে।
রোহিত শর্মার পর মাত্র দ্বিতীয় ব্যাটার হিসাবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৩৫০০ হাজার রানের গণ্ডি পার করলেন কোহলি। দ্রুততম ব্যাটার হিসাবে এই মাইলফলক স্পর্শ করলেন তিনি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -