Virat Kohli: ৫০০ আন্তর্জাতিক ম্যাচ খেলতে চলেছেন, ফিরে দেখা কিং কোহলির সাম্রাজ্য
টেস্টে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সর্বাধিক সাতটি ডাবল সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি। বিশ্ব ক্রিকেটে এই তালিকায় শীর্ষে রয়েছেন ডন ব্র্যাডম্যান (১২)।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appভারতের অধিনায়ক হিসেবে টেস্টে দুর্দান্ত রেকর্ড বিরাটের দখলে। মোট ৬৮ ম্যাচে নেতৃত্ব দিয়ে জয় ছিনিয়ে নিয়েছেন ৪০ ম্যাচে। মাত্র ১৭ ম্যাচে হার ও ১১ ম্যাচ ড্র। জয়ের শতাংশের নিরিখে অন্যতম সেরা ভারত অধিনায়ক হিসেবে বিবেচিত হন বিরাট।
ওয়ান ডে ক্রিকেটে রান মেশিন কোহলি। ভারতীয়দের মধ্যে দ্রুততম ৮ হাজার, ৯ হাজার, ১০ হাজার, ১১ হাজার ও ১২ হাজার রানের মালিক তিনি ওয়ান ডে-তে।
টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের সর্বাধিক রান সংগ্রাহক বিরাট। ১১৫ ম্যাচে তাঁর ঝুলিতে রয়েছে ৪০০৮ রান। ১টি সেঞ্চুরি ও ৩৭টি হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন।
টি-টোয়েন্টি আন্তর্জাতিকে সর্বাধিক ১৫ বার প্লেয়ার অফ দ্য ম্যাচ ও প্লেয়ার অফ দ্য সিরিজ অ্যাওয়ার্ড জিতেছেন বিশ্ব ক্রিকেটে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক রান সংগ্রাহক বিরাট। মোট ২৭ ম্যাচে তিনি ১১৪১ রান করেছেন। গড়ও ঈর্ষণীয় ৮১.৫০। ২০১৪ ও ২০১৬ সংস্করণে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছিলেন কোহলি।
টি-টোয়েন্টি বিশ্বকাপে চেস মাস্টার হিসেবে কোহলি। ৯ ইনিংসে ৫১৮ রান করেছেন তিনি। গড় ৫১৮। মাত্র ১টি ইনিংসে আউট হয়েছিলেন তিনি।
মোট ৪৯৯ আন্তর্জাতিক ম্যাচে ২৫ হাজারের বেশি রান ও ৭৫টি সেঞ্চুরি করেছেন প্রাক্তন ভারত অধিনায়ক।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -