Virat Kohli: পাকিস্তানের বিরুদ্ধে ওয়ান ডে ফর্ম্যাটে ফিরে দেখা বিরাট কোহলির সেরা কিছু ইনিংস
আগামীকাল পাকিস্তানের বিরুদ্ধে নিজেদের এশিয়া কাপ অভিযান শুরু করছে ভারতীয় ক্রিকেট দল। সেই ম্যাচে সবার নজর থাকবে বিরাট কোহলির দিকে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appচিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে বরাবরই ব্যাট কথা বলে বিরাটের। এই দলের বিরুদ্ধে রেকর্ডও বিরাটের হয়েই কথা বলছে।
এখনও পর্যন্ত ওয়ান ডে ফর্ম্যাটে মোট ১৩টি ম্যাচ বিরাট খেলেছেন পাকিস্তানের বিরুদ্ধে। ঝুলিতে পুরেছেন ৫৩৬ রান। ২টো অর্ধশতরান ও ২টো অর্ধশতরান হাঁকিয়েছেন।
বিরাট পাকিস্তানের বিরুদ্ধে ২০১২ সালে এশিয়া কাপের মঞ্চেই ১৮৩ রান করেছিলেন। এটিই কিংগ কোহলির ওয়ান ডে কেরিয়ারের সর্বােচ্চ ব্যক্তিগত রান।
৩৩০ রান তাড়া করতে নেমে বিরাটের ১৪৮ বলের ইনিংসে ১২ বল বাকি থাকতেই ম্যাচ জিতে যায় ভারতীয় দল।
২০১৫ সালের ওয়ান ডে বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ১০৭ রানের ইনিংস খেলেছিলেন বিরাট কোহলি।
২০১৭ সালে আইসিসি চ্যাম্পিন্স ট্রফির ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ৮১ রানের ইনিংস খেলেছিলেন। এজবাস্টনে হওয়া এই ম্যাচে ৬টি বাউন্ডারি ও ৩টি ছক্কা হাঁকিয়েছিলেন।
২০১৯ সালের বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাঞ্চেস্টারে হওয়া ম্যাচে ৬৫ বলে ৭৭ রানের ইনিংস খেলেছিলেন বিরাট কোহলি।
আগামীকাল পাকিস্তানের বিরুদ্ধে ম্য়াচেও অভিজ্ঞ প্রাক্তন ভারত অধিনায়কের ব্য়াটের দিকেই তাকিয়ে থাকবেন
- - - - - - - - - Advertisement - - - - - - - - -