Virat Kohli Pic Viral: শততম টেস্টে নামার আগে সারমেয়র সঙ্গে একান্তে বিরাট
কাল শততম টেস্ট খেলতে নামবেন বিরাট কোহলি। মোহালিতে নতুন মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে প্রাক্তন ভারত অধিনায়ক
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকিন্তু তার আগে একেবারে ভিন্ন মেজাজে, ভিন্ন রুপে দেখা গেল কোহলিকে। সারমেয়র সঙ্গে সময় কাটালেন তিনি।
টি-টোয়েন্টি সিরিজে দেখা যায়নি বিরাটকে। শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজে ফের মাঠে প্রত্যাবর্তন করছেন তিনি।
বরাবরই সারমেয় প্রেমী বিরাট। নিজেও পোষ্য রেখেছেন বাড়িতে। এই অবলা জীবদের জন্য় তাঁর ভালবাসা বারবার দেখা গিয়েছে।
মাঠে আগ্রাসী হলেও মাঠের বাইরে একেবারে অন্যরকম বিরাট। লঙ্কা বাহিনীর বিরুদ্ধে মাঠে নামার আগে অনুশীলনে এই ছবি ভাইরাল হয়েছিল।
এবার বিরাটের ফাউন্ডেশন এই অবলা জীবদের জন্য নতুন উদ্যোগ নিল। এক বেসরকারি সংস্থা যাঁরা সারমেয়দের পশুস্বাস্থ্য নিয়ে কাজ করে।
বিরাট কোহলি ফাউন্ডেশনের তরফে সেই সংস্থার হাতে অ্য়াম্বুলেন্স তুলে দেওয়া হল। সেই কর্মসূচিতেই উপস্থিত ছিলেন কিং কোহলি নিজে।
ভবিষ্যতেও কীভাবে কাজ করবে বিরাটের ফাউন্ডশেন, তা নিয়েও অনেকক্ষণ আলোচন হয় ২ পক্ষের মধ্যে।
একটি সারমেয়র সঙ্গে ছবিও তুলতে দেখা গিয়েছে বিরাটকে। তিনি ও অনুষ্কা ২ জনেই এই বিষয়ে ভীষণভাবে সংবেদনশীল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -