World Cup 2023: শীর্ষে বিরাট, এখনও পর্যন্ত বিশ্বকাপের মঞ্চে সর্বাধিক রানের তালিকায় প্রথম দশে কে কে রয়েছেন?
এই তালিকায় সবার ওপরে রয়েছেন বিরাট কোহলি। চলতি টুর্নামেন্টে একটি সেঞ্চুরিও রয়েছে তাঁর। ৫ ইনিংসে ৩৫৪ রান করেছেন তিনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরোহিত শর্মা তালিকায় দ্বিতীয় স্থানে থাকবেন। ৫ ইনিংসে তাঁর সংগ্রহ ৩১১ রান।
পাকিস্তানের মহম্মদ রিজওয়ান তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন তিনি। ৫ ইনিংস খেলে এখনও পর্যন্ত ৩০২ রান করেছেন।
নিউজিল্যান্ডের তরুণ অলরাউন্ডার রচিন রবীন্দ্র ৫ ইনিংসে মোট ২৯০ রান করেছেন।
নিউজিল্যান্ডের তারকা ব্যাটার ড্যারেল মিচেল আছেন এই তালিকায়। তিনি চলতি বিশ্বকাপে সেঞ্চুরিও হাঁকিয়েছেন। তাঁর ঝুলিতে ৪ ম্যাচে ২৬৮ রান।
পাকিস্তানের তরুণ ব্যাটার আব্দুল্লাহ শাফিক আছেন তালিকায়। তাঁর ঝুলিতেও ৪ ইনিংসে ২৫৫ রান।
নিউজিল্য়ান্ডের তারকা ওপেনার ডেভন কনওয়ে রয়েছেন তালিকায়। তিনি এখনও পর্যন্ত ৫ ইনিংস খেলে ২৪৯ রান করেছেন চলতি বিশ্বকাপে।
দক্ষিণ আফ্রিকার তারকা উইকেট কিপার ব্য়াটার কুইন্টন ডি কক রয়েছেন তালিকায়। তিনি ৪ ইনিংসে ২৩৩ রান করেছেন।
শ্রীলঙ্কা চলতি বিশ্বকাপে মাত্র ১টি ম্যাচে জয় পেয়েছে এখনও পর্যন্ত। তবে দলের ব্যাটার সাদিরা সমরাবিক্রমার ব্যাটে রান রয়েছে। ৪ ইনিংসে ২৩০ রান করেছেন তিনি।
এই তালিকায় সবার শেষে ডেভিড ওয়ার্নার।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -