IND vs AUS: ভারত-অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি সিরিজে নজর কাড়তে পারেন এই পাঁচ ব্যাটার
সদ্যই শতরানের খরা কাটিয়ে ফর্মে ফিরেছেন বিরাট কোহলি। এশিয়া কাপে ভারতের হয়ে সর্বাধির রানও করেন তিনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএমনিতেই বিরাট কোহলির দিকে সর্বদাই নজর থাকে, তার উপর সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। তাই বিশেষভাবে তাঁর দিকে নজর থাকবে। কোহলি নিজেও নিজের ফর্ম অব্যাহত রাখার জন্য বদ্ধপরিকর হবেন।
আইসিসির টি-টোয়েন্টি ক্রমতালিকা অনুসারে ভারতের এক নম্বর টি-টোয়েন্টি ব্যাটার সূর্যকুমার যাদব।
অল্প সময়েই ভারতীয় সীমিত ওভারের দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন সূর্য। তাঁর দিকে নজর থাকাট খুবই স্বাভাবিক।
কোহলির মতো স্টিভ স্মিথও হালেই রানে ফিরেছেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে শতরান করেছিলেন স্মিথ।
দুই বছর পর ওয়ান ডেতে শতরান করলেও, সেই ফর্ম নিয়েই কিন্তু টি-টোয়েন্টিতে খেলতে নামবেন স্মিথ। বিশ্বের অন্যতম সেরা ব্যাটার যে নিজের দিনের ম্যাচের চেহারা একাই বদলে দিতে পারেন, তা আলাদা করে বলার প্রয়োজন নেই।
নিউজিল্যান্ড সিরিজেই আন্তর্জাতিক ওয়ান ডেকে বিদায় জানিয়েছেন অ্যারন ফিঞ্চ।
খারাপ ফর্মে ফিঞ্চ বিশ্বকাপের আগে নিজের ফর্ম ফিরে পেতে মরিয়া হবেন। ভারতে বহুদিন ধরে বহু ম্যাচ খেলার অভিজ্ঞতাও রয়েছে ফিঞ্চের।
তবে এই সিরিজে কোহলির পর সম্ভবত সবথেকে বেশি নজর থাকবে টিম ডেভিডের দিকে।
মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলে নিজের দক্ষতার প্রদর্শন আগেই করেছেন টিম ডেভিড। প্রথমবার অস্ট্রেলিয়া দলে সুযোগ পাওয়া ডেভিড জাতীয় দলের হয়ে কেমন খেলেন, সেই দিকেই সবার নজর থাকবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -