IND vs AUS: ভারত-অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি সিরিজে নজর কাড়তে পারেন এই পাঁচ ব্যাটার
IND vs AUS T20: ২০ সেপ্টেম্বর থেকে ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামছে অস্ট্রেলিয়া দল।
ভারত-অস্ট্রেলিয়া সিরিজে নজর থাকবে এই ব্যাটারদের দিকে
1/10
সদ্যই শতরানের খরা কাটিয়ে ফর্মে ফিরেছেন বিরাট কোহলি। এশিয়া কাপে ভারতের হয়ে সর্বাধির রানও করেন তিনি।
2/10
এমনিতেই বিরাট কোহলির দিকে সর্বদাই নজর থাকে, তার উপর সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। তাই বিশেষভাবে তাঁর দিকে নজর থাকবে। কোহলি নিজেও নিজের ফর্ম অব্যাহত রাখার জন্য বদ্ধপরিকর হবেন।
3/10
আইসিসির টি-টোয়েন্টি ক্রমতালিকা অনুসারে ভারতের এক নম্বর টি-টোয়েন্টি ব্যাটার সূর্যকুমার যাদব।
4/10
অল্প সময়েই ভারতীয় সীমিত ওভারের দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন সূর্য। তাঁর দিকে নজর থাকাট খুবই স্বাভাবিক।
5/10
কোহলির মতো স্টিভ স্মিথও হালেই রানে ফিরেছেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে শতরান করেছিলেন স্মিথ।
6/10
দুই বছর পর ওয়ান ডেতে শতরান করলেও, সেই ফর্ম নিয়েই কিন্তু টি-টোয়েন্টিতে খেলতে নামবেন স্মিথ। বিশ্বের অন্যতম সেরা ব্যাটার যে নিজের দিনের ম্যাচের চেহারা একাই বদলে দিতে পারেন, তা আলাদা করে বলার প্রয়োজন নেই।
7/10
নিউজিল্যান্ড সিরিজেই আন্তর্জাতিক ওয়ান ডেকে বিদায় জানিয়েছেন অ্যারন ফিঞ্চ।
8/10
খারাপ ফর্মে ফিঞ্চ বিশ্বকাপের আগে নিজের ফর্ম ফিরে পেতে মরিয়া হবেন। ভারতে বহুদিন ধরে বহু ম্যাচ খেলার অভিজ্ঞতাও রয়েছে ফিঞ্চের।
9/10
তবে এই সিরিজে কোহলির পর সম্ভবত সবথেকে বেশি নজর থাকবে টিম ডেভিডের দিকে।
10/10
মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলে নিজের দক্ষতার প্রদর্শন আগেই করেছেন টিম ডেভিড। প্রথমবার অস্ট্রেলিয়া দলে সুযোগ পাওয়া ডেভিড জাতীয় দলের হয়ে কেমন খেলেন, সেই দিকেই সবার নজর থাকবে।
Published at : 16 Sep 2022 06:30 PM (IST)