ক্রিকেটে বিরাট যুগ: অধিনায়ক হিসেবে সাফল্য, ধোনির তুলনায় ভারত বেশি ম্যাচ জিতেছে কোহলির নেতৃত্বে

1/12
একদিনের আন্তর্জাতিকে সাফল্যের শতাংশের নিরিখে মহেন্দ্র সিংহ ধোনির রেকর্ডের থেকেও ভাল বিরাট কোহলির রেকর্ড। এখনও পর্যন্ত ৭৫.৮৯ শতাংশ ক্ষেত্রেই সফল অধিনায়ক বিরাট। অধিনায়ক হিসেবে সবথেকে ধারাবাহিকভাবে সিরিজ ও ম্যাচ জয় বিরাটের নেতৃত্বেই। শ্রীলঙ্কার বিরুদ্ধে লাগাতার টেস্ট, ওয়ান ডে, টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর অস্ট্রেলিয়াকেও ঘরের মাটিতে হারিয়ে টানা ১০ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড আছে অধিনায়ক বিরাটের। সব ফর্ম্যাট মিলিয়ে অধিনায়ক বিরাট কোহলির সাফল্যের হার ৭০ শতাংশের ওপরে।
2/12
পরপর দু’বার (২০১৭, ২০১৮), দুটি ক্রিকেট বর্ষে ৬টি করে শতরান রয়েছে কেবল বিরাট কোহলিরই।
3/12
অধিনায়ক হিসেবে কোনও একটি ক্রিকেট বর্ষে সর্বোচ্চ রান বিরাট কোহলির। ২০১৭ সালে বিরাটের মোট রান ছিল ১৪৬০। ভেঙেছেন স্টিভ ওয়ার রেকর্ড।
4/12
বিরাট কোহলি একমাত্র ব্যাটসম্যান যার ২০ হাজার আন্তর্জাতিক রানে সব ফর্ম্যাটেই গড় ৫০।
5/12
একটি ক্রিকেট বর্ষে সবথেকে দ্রুত এক হাজার রানের রেকর্ড বিরাটের ঝুলিতে।
6/12
একদিনের আন্তর্জাতিকে লাগাতার তিনটি শতরানের (শ্রীলঙ্কা ১০৭, ১৫৭* ও ওয়েস্ট ইন্ডিজ ১৪০) একমাত্র নজির রয়েছে বিরাট কোহলির।
7/12
এক দিনের আন্তর্জাতিকে দশ বছর ৬৮ দিনে দশ হাজার আন্তর্জাতিক রানের রেকর্ডও বিরাটের। সব থেকে কম টি-টোয়েন্টি ম্যাচে (৫৬ ইনিংস) ২০০০ রান বিরাটের।
8/12
ওয়ান ডে ক্রিকেটে ২০৫ ইনিংসে দশ হাজার রান, বিশ্বে সবথেকে দ্রুত।
9/12
লারাকে (৫টি) ছাপিয়ে বিশ্বের একমাত্র ক্রিকেট অধিনায়ক, যার দখলে ৬টি দ্বিশতরান আছে।
10/12
৩১ বছরে ৪৩ টি ওয়ান ডে শতরান, বিরাটের এই কৃতিত্ব আর কোনও ক্রিকেটারে নেই।
11/12
সুনীল গাওস্করের পর বিরাট কোহলি দ্বিতীয় ভারতীয় যিনি আইসিসির টেস্ট রেটিংয়ে ৯০০ পয়েন্ট অর্জন করেছেন।
12/12
বিরাট কোহলি একমাত্র ভারতীয় ব্যাটসম্যান যিনি আইসিসি রেটিংয়ে ৮৯০ পয়েন্ট পর্যন্ত অর্জন করেছেন।
Sponsored Links by Taboola