ক্রিকেটে বিরাট যুগ: অধিনায়ক হিসেবে সাফল্য, ধোনির তুলনায় ভারত বেশি ম্যাচ জিতেছে কোহলির নেতৃত্বে
একদিনের আন্তর্জাতিকে সাফল্যের শতাংশের নিরিখে মহেন্দ্র সিংহ ধোনির রেকর্ডের থেকেও ভাল বিরাট কোহলির রেকর্ড। এখনও পর্যন্ত ৭৫.৮৯ শতাংশ ক্ষেত্রেই সফল অধিনায়ক বিরাট। অধিনায়ক হিসেবে সবথেকে ধারাবাহিকভাবে সিরিজ ও ম্যাচ জয় বিরাটের নেতৃত্বেই। শ্রীলঙ্কার বিরুদ্ধে লাগাতার টেস্ট, ওয়ান ডে, টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর অস্ট্রেলিয়াকেও ঘরের মাটিতে হারিয়ে টানা ১০ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড আছে অধিনায়ক বিরাটের। সব ফর্ম্যাট মিলিয়ে অধিনায়ক বিরাট কোহলির সাফল্যের হার ৭০ শতাংশের ওপরে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপরপর দু’বার (২০১৭, ২০১৮), দুটি ক্রিকেট বর্ষে ৬টি করে শতরান রয়েছে কেবল বিরাট কোহলিরই।
অধিনায়ক হিসেবে কোনও একটি ক্রিকেট বর্ষে সর্বোচ্চ রান বিরাট কোহলির। ২০১৭ সালে বিরাটের মোট রান ছিল ১৪৬০। ভেঙেছেন স্টিভ ওয়ার রেকর্ড।
বিরাট কোহলি একমাত্র ব্যাটসম্যান যার ২০ হাজার আন্তর্জাতিক রানে সব ফর্ম্যাটেই গড় ৫০।
একটি ক্রিকেট বর্ষে সবথেকে দ্রুত এক হাজার রানের রেকর্ড বিরাটের ঝুলিতে।
একদিনের আন্তর্জাতিকে লাগাতার তিনটি শতরানের (শ্রীলঙ্কা ১০৭, ১৫৭* ও ওয়েস্ট ইন্ডিজ ১৪০) একমাত্র নজির রয়েছে বিরাট কোহলির।
এক দিনের আন্তর্জাতিকে দশ বছর ৬৮ দিনে দশ হাজার আন্তর্জাতিক রানের রেকর্ডও বিরাটের। সব থেকে কম টি-টোয়েন্টি ম্যাচে (৫৬ ইনিংস) ২০০০ রান বিরাটের।
ওয়ান ডে ক্রিকেটে ২০৫ ইনিংসে দশ হাজার রান, বিশ্বে সবথেকে দ্রুত।
লারাকে (৫টি) ছাপিয়ে বিশ্বের একমাত্র ক্রিকেট অধিনায়ক, যার দখলে ৬টি দ্বিশতরান আছে।
৩১ বছরে ৪৩ টি ওয়ান ডে শতরান, বিরাটের এই কৃতিত্ব আর কোনও ক্রিকেটারে নেই।
সুনীল গাওস্করের পর বিরাট কোহলি দ্বিতীয় ভারতীয় যিনি আইসিসির টেস্ট রেটিংয়ে ৯০০ পয়েন্ট অর্জন করেছেন।
বিরাট কোহলি একমাত্র ভারতীয় ব্যাটসম্যান যিনি আইসিসি রেটিংয়ে ৮৯০ পয়েন্ট পর্যন্ত অর্জন করেছেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -