Virender Sehwag: দাঁত ভাঙায় ক্রিকেট বন্ধ করে দিয়েছিলেন বাবা, প্রতিপক্ষকেও শোনাতেন হিন্দি গানের কলি
বৃহস্পতিবার, ২০ অক্টোবর বীরেন্দ্র সহবাগের জন্মদিন। ৪৪ বছর পূর্ণ করলেন ভারতীয় দলের প্রাক্তন এই ক্রিকেটার।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবিধ্বংসী ব্যাটিং, সঙ্গে দিলখুশ মেজাজ। যে কারণে তাঁকে বলা হয় নজফগড়ের নবাব। পাকিস্তান সফরে গিয়ে মুলতানে বিধ্বংসী ইনিংস খেলার পর মুলতান কা সুলতানও বলা হয়।
সহবাগের বয়স তখন মাত্র ৭ মাস। এক আত্মীয় তাঁকে একটি খেলনা ব্যাট উপহার দিয়েছিলেন। শোনা যায়, সেই থেকেই ক্রিকেটের প্রতি ভালবাসা শুরু সহবাগের।
পড়াশোনায় মন ছিল না। সারাদিন ক্রিকেট খেলতে চাইতেন। তবে ১২ বছর বয়সে হল এক বিপত্তি। ক্রিকেট খেলতে গিয়ে দাঁত ভাঙলেন। বাবা ক্রিকেট খেলা বন্ধ করে দিয়েছিলেন। শেষে মায়ের কথায় ফের খেলা শুরু হয়।
চেহারায় হোক বা স্ট্রোক নেওয়ার ধরনে, সচিন তেন্ডুলকরের সঙ্গে ভীষণ মিল ছিল সহবাগের। যে কারণে অনেকে তাঁকে সচিনের ক্লোন বলতেন।
নিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলতে নেমেই আম্পায়ারের সঙ্গে তর্কাতর্কিতে জড়ান সহবাগ। তাঁকে-সহ মোট ৬ ভারতীয় ক্রিকেটারকে নির্বাসিত করেছিলেন ম্যাচ রেফারি মাইক ডেনেস।
এপ্রিল ২০, ২০০৪। মুলতানে পাকিস্তানের বিরুদ্ধে টেস্টে ৩১৯ রান করেন সহবাগ। টেস্টে ভারতীয়দের মধ্যে প্রথম ট্রিপল সেঞ্চুরি। তাঁর নামই হয়ে যায় মুলতান কা সুলতান।
২০০৯ সালের মার্চ মাসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে-তে ৬০ বলে সেঞ্চুরি করেন বীরু। সেটাই ছিল ওয়ান ডে-তে ভারতীয়দের মধ্যে দ্রুততম। পরে সেই রেকর্ড ভাঙেন বিরাট কোহলি।
ব্যাট করার ফাঁকে গান করতেন বীরু। এমনকী, এক সাক্ষাৎকারে তিনি নিজেই জানিয়েছেন যে, পাকিস্তানের ক্রিকেটারেরা ম্যাচ চলাকালীন তাঁকে গান শোনানোর অনুরোধও করতেন।
১০৪ টেস্টে ৮৫৮৬ রান। ২৩টি সেঞ্চুরি। ২৫১ ওয়ান ডে-তে ৮২৭৩ রান। ১৫টি সেঞ্চুরি। ১৯টি টি-টোয়েন্টিতে ৩৯৪ রান রয়েছে বীরুর সাফল্যের ঝুলিতে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -