Virender Sehwag Birthday: আরও একটা বসন্ত পেরোলেন সহবাগ, ফিরে দেখা প্রাক্তন ভারতীয় ওপেনারের রেকর্ডবুক
আজ প্রাক্তন ভারতীয় ওপেনার বীরেন্দ্র সহবাগের জন্মদিন। ৪৫ পুর্ণ করলেন ডানহাতি এই ওপেনার।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসহবাগ তাঁর আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে ১০৪ টেস্ট খেলেছেন। ঝুলিতে পুরেছেন মোট ৮৫৮৬ রান। ৪৯/৩৪ গড়ে ব্যাটিং করেছেন তিনি।
এই ডানহাতি বিধ্বংসী ওপেনার ২৫১ ওয়ান ডে ম্যাচ খেলে মোট ৮২৭৩ রান করছেন। এছাড়াও সহবাগ ১৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।
ব্যাটে-বলে এত সুন্দর সংযোগ ছিল যে সহবাগের ক্ষেত্রে ফুটওয়ার্ক খুব একটা দরকার ছিল না। আপার কাট, কভারের ওপর দিয়ে বাউন্ডারি হাঁকানোতে সিদ্ধহস্ত ছিলেন।
মুলতানে টেস্টে ত্রিশতরান হাঁকানোর পর থেকে তাঁকে মুলতানের সুলতান বলা হয়। এছাড়াও নজফগড়ের নবাবও বলা হয় সহবাগকে।
১৯৯৯ সালে মোহালিতে পাকিস্তানের বিরুদ্ধে ওয়ান ডে ফর্ম্যাটে অভিষেক হয় বীরুর। ২০১৩ সালে ইডেন গার্ডেন্সে একটি ম্যাচ খেলে এই ফর্ম্যাট থেকে অবসর নেন সহবাগ।
সহবাগ অন্যতম একজন ভারতীয় ব্যাটার যিনি ক্রিকেটের দুটো মূল ফর্ম্যাটেই ৮ হাজারের বেশি রান বোর্ডে তুলেছেন।
২০০১ সালে টেস্টে অভিষেকের পর টেস্টে বিশ্বের একমাত্র ব্যাটার হিসেবে সহবাগ দুটো ত্রিশতরান করেছিলেন।
বিশ্বের তৃতীয় দ্রুততম ব্যাটার হিসেবে টেস্ট ফর্ম্যাটে ৭ হাজার বা তার বেশি রান করেছেন সহবাগ।
সচিন তেন্ডুলকরের পর বিশ্বের দ্বিতীয় ব্যাটার হিসেবে ওয়ান ডে ফর্ম্যাটে দ্বিশতরান করেছিলেন সহবাগ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -