World Test XI: নেই সচিন, কোহলি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর র্যাঙ্কিংয়ের বিচারে সেরা টেস্ট একাদশ কেমন হতে পারে?
Cricket Fact : ডন ব্র্যাডম্যান তিন নম্বর স্লটে থাকবেন। ৫২ টেস্টে মোট ৬৯৯৬ রান করেছেন। ৯৯.৯৪ ভয়ঙ্কর গড়ে ব্যাটিং করেছেন ব্র্যাডম্য়ান। ২৯টি সেঞ্চুরিও হাঁকিয়েছেন ব্যাট হাতে।
তালিকায় ডন ব্র্যাডম্য়ান
1/9
তালিকায় সবার আগে ওপেনিং স্লটে থাকবেন লিন হাটন। কেরিয়ারের সেরা টেস্ট ক্রমতালিকা ৩ নম্বরে ছিলেন তিনি। ৭৯ টেস্টে মোট ৬৯৭১ রান করেছিলেন। ৫৬-র ওপর গড়ে ব্য়াটিং করেছিলেন তিনি। ১৯টি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন।
2/9
ওপেনিংয়ে থাকবেন ম্য়াথু হেডেন। তিনি টেস্টে মোট ১০৩ ম্য়াচ খেলে ৮৬২৫ রান করেছেন পঞ্চাশের ওপর গড়ে। টেস্ট কেরিয়ারে ৩০টি শতরান হাঁকিয়েছেন হেডেন।
3/9
কিংবদন্তি ক্রিকেটার ও সর্বকালের সেরা ব্যাটার ডন ব্র্যাডম্যান তিন নম্বর স্লটে থাকবেন। ৫২ টেস্টে মোট ৬৯৯৬ রান করেছেন। ৯৯.৯৪ ভয়ঙ্কর গড়ে ব্যাটিং করেছেন ব্র্যাডম্য়ান। ২৯টি সেঞ্চুরিও হাঁকিয়েছেন ব্যাট হাতে।
4/9
আরেক অজি কিংবদন্তি ও বিশ্বকাপজয়ী অধিনায়ক রিকি পন্টিং রয়েছেন তালিকায়। তিনি ১৬৮ টেস্টে ১৩৩৭৮ রান করেছেন। ৪১টি সেঞ্চুরিও হাঁকিয়েছেন তিনি।
5/9
বর্তমান সময়ের অস্ট্রেলিয়ার ও বিশ্ব ক্রিকেটের সেরা টেস্ট ব্যাটার মানা হয় স্টিভ স্মিথকে। তিনি ১১৯ টেস্টে ১০৪৭৭ রান করেছেন। ৩৬টি শতরানও হাঁকিয়েছেন তিনি।
6/9
কিংবদন্তি ক্য়ারিবিয়ান ক্রিকেটার গ্যারি সোবার্স রয়েছেন তালিকায়। তিনি ৯৩ টেস্টে ৮০৩২ রান করেছেন। ২৬টি শতরানও হাঁকিয়েছেন। ২৩৫ উইকেটও নিয়েছেন টেস্ট কেরিয়ারে।
7/9
অস্ট্রেলিয়ার ২ বারের বিশ্বকাপজয়ী প্রাক্তন কিংবদন্তি বোলার গ্লেন ম্যাকগ্রা রয়েছেন তালিকায়। ১২৪ টেস্টে ৫৬৩ উইকেট নিয়েছেন ম্য়াকগ্রা। ২৯ বার ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট নিয়েছেন।
8/9
একাদশ স্থানে থাকবেন মুত্থাইয়া মুরলিথরণ। ১৩৩ টেস্টে ৮০০ উইকেট নিয়েছেন তিনি। ৬৭ বার পাঁচ বা তার বেশি উইকেট টেস্টে নিয়েছেন।
9/9
অস্ট্রেলিয়ার বর্তমান ক্রিকেট দলের অধিনায়ক প্য়াট কামিন্স ৭১ টেস্টে ৩০৯ উইকেট নিয়েছেন। ১৪ বার ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট নিয়েছেন।
Published at : 28 Aug 2025 07:30 PM (IST)