Wimbledon: কে এই এলিনা রিবাকিনা? চিনে নিন উইম্বলডনের নতুন চ্যাম্পিয়নকে
উইম্বলডনে নতুন রানি এলিনা রিবাকিনা। কাজাখস্তানের ২৩ বছরের তরুণী ফাইনালে হারিয়ে দেন তিউনেশিয়ার অনস জাবেউরকে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appফাইনালে প্রথম সেট ৩-৬ ব্যবধানে হেরে যান রিবাকিনা। এরপর টানা ২ সেটে ৬-২, ৬-২ সেটে জিতে ম্যাচ পকেটে পুরে নেন রিবাকিনা।
রাশিয়ার মস্কোয় জন্ম হলেও ২০১৮ সাল থেকে কাজাখস্তানের হয়েই খেলে আসছেন রিবাকিনা। এছাড়া স্লোভাকিয়া ও দুবাইয়ে প্রস্তুতি সেরেছেন তিনি।
২৩ বছরের এই তরুণী ২০১১ সালে পেত্রা কিভিতোভার পর সবচেয়ে কম বয়সি টেনিস প্লেয়ার হিসেবে মহিলাদের সিঙ্গস ফাইনালে উইম্বলডনে জয় পেলেন।
ফাইনালে রিবাকিনার বিরুদ্ধে হেরে যান আরবের তিউনেশিয়ার হয়ে প্রথমবার গ্র্যান্ডস্লামের ফাইনালে খেলা অনস জাবেউর।
নিজের কেরিয়ারে এবারের উইম্বলডন নিয়ে তিনটি খেতাব জিতলেন রিবাকিনা। একমাত্র গ্র্যান্ডস্লাম উইম্বলডন ছাড়া হোবার্ট ওপেন ও বুকারেস্ট ওপেন জিতেছিলেন।
গত বছর ফরাসি ওপেনে সেরেনা উইলিয়ামসকে হারিয়ে সবার নজরে চলে এসেছিলেন রিবাকিনা।
এর আগে সেমিতে প্রাক্তন উইম্বলডন চ্যাম্পিয়ন সিমোনা হালেপকে হারিয়ে সবাইকে চমকে দিয়েছিলেন রিবাকিনা।
এশিয়ার প্রথম কোনও টেনিস প্লেয়ার হিসেবে উইম্বলডনে খেতাব জিতলেন রিবাকিনা। হালেপ ছাড়াও উইম্বলডনে দ্বিতীয় রাউন্ডে গ্র্যান্ডস্লাম জয়ী বিয়ানকা আন্দ্রেস্কুকে হারিয়ে দিয়েছিলেন তিনি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -