IND vs ZIM: ওয়ান ডে ফর্ম্য়াটে ভারত-জিম্বাবোয়ে দ্বিপাক্ষিক সিরিজে সর্বাধিক উইকেট শিকারি কে?
প্রাক্তন ভারতীয় পেসার অজিত আগরকর এই তালিকায় শীর্ষে। তিনি ১৯৯৮-২০০৫ পর্যন্ত মোট ২৬টি ইনিংসে ৪৫ উইকেট নিয়েছেন জিম্বাবোয়ের বিরুদ্ধে ওয়ান ডে ফর্ম্যাটে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতালিকায় দ্বিতীয় স্থানে জিম্বাবোয়ের প্রাক্তন অধিনায়ক হিথ স্ট্রিক। ১৯৯৩-২০০৫ পর্যন্ত ৩৫টি ইনিংসে মোট ৩৯টি উইকেট নিয়েছেন হিথ স্ট্রিক।
কিংবদন্তি ভারতীয় লেগস্পিনার অনিল কুম্বলে ১৯৯২-২০০৪ পর্যন্ত জিম্বাবোয়ের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে খেলে ২৩ইনিংসে ৩৪টি উইকেট নিয়েছেন।
প্রাক্তন ভারতীয় পেসার জাহির খান মাত্র ১৫টি ম্যাচ খেলেছেন জিম্বাবোয়ের বিরুদ্ধে। তিনি ১৫টি ইনিংসে ৩২ উইকেট ঝুলিতে পুরেছেন।
প্রাক্তন ভারতীয় পেসার জাভাগাল শ্রীনাথ ১৯৯২-২০০৩ পর্যন্ত ১৭টি ইনিংসে ৩০ টি উইকেট নিয়েছে। তিনি তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন।
হরভজন সিংহ ১৯৯৮-২০১৫ পর্যন্ত জিম্বাবোয়ের বিরুদ্ধে মোট ১৭টি ম্যাচ খেলে ২৩টি উইকেট নিয়েছেন।
তালিকায় সপ্তম স্থানে প্রাক্তন ভারতীয় পেসার ভেঙ্কটেশ প্রসাদ। তিনি ১৯৯৬-২০০৪ পর্যন্ত ১৯ ইনিংসে ২১টি উইকেট নিয়েছেন।
তালিকায় দ্বিতীয় জিম্বাবোয়ের প্লেয়ার হিসেবে রয়েছেন গ্রান্ট ফ্লাওয়ার। তিনি ১৯৯২-২০০৪ পর্যন্ত ৩৮টি ইনিংসে ২০টি উইকেট নেন।
ভারতের অমিত মিশ্রা রয়েছেন তালিকায় নবম স্থানে। তিনি ২০১০-২০১৩ মোট ৭ ম্যাচে ১৯ উইকেট নিয়েছেন।
তালিকায় ১০ নম্বরে চমকপ্রদভাবে নাম রয়েছে বিসিসিআই সভাপতি ও প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি ১৯৯৬-২০০৫ পর্যন্ত ৩৬টি ম্যাচে ১৯ উইকেট নিয়েছেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -