Asia Cup: শীর্ষে জয়সূর্য, এশিয়া কাপে সর্বাধিক সেঞ্চুরি হাঁকানোয় প্রথম দশে কে কে রয়েছেন?
এশিয়া কাপের ইতিহাসে ২৪টি ইনিংস খেলেছেন শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক ও বিধ্বংসী ওপেনার সনৎ জয়সূর্য। সর্বাধিক মোট ৬টি সেঞ্চুরি হাঁকিয়েছেন এই বাঁহাতি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকুমার সাঙ্গাকার ২০০৪-২০১৪ পর্যন্ত মোট ২৩টি ইনিংস খেলেছেন এশিয়া কাপে। হাঁকিয়েছেন ৪টি শতরান।
প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলি ২০১০-২০১৪ পর্যন্ত মোট ১০টি ইনিংস খেলেছেন। হাঁকিয়েছেন ৩টি শতরান।
পাক অলরাউন্ডার শোয়েব মালিক ২০০০-২০১৮ পর্যন্ত মোট এশিয়া কাপে ১৭টি ইনিংস খেলেছেন। হাঁকিয়েছেন তিনটি সেঞ্চুরি।
শ্রীলঙ্কার ব্যাটার লাহিরু থিরিমানে ২০১২-২০১৪ পর্যন্ত এশিয়া কাপে মোট আটটি ইনিংস খেলে ২টো সেঞ্চুরি হাঁকিয়েছেন।
২০১৪-২০১৮ পর্যন্ত এশিয়া কাপে মোট ৯টি ইনিংস খেলেছেন। তিনি এখনও পর্যন্ত ২টি সেঞ্চুরি করেছেন।
বাংলাদেশের তারকা ব্যাটার মুশফিকুর রহিম ২০০৮-২০১৮ পর্যন্ত ২১টি ইনিংসে ২টো সেঞ্চুরি করেছেন।
প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়না ১৩টি ইনিংস খেলে মোট ২টো সেঞ্চুরি হাঁকিয়েছেন।
ইউনিস খান ২০০৪-২০১২ পর্যন্ত এশিয়া কাপে খেলেছেন। তিনি মোট ১৩টি ইনিংস খেলে ২টো সেঞ্চুরি হাঁকিয়েছেন।
১৯৯৭-২০১৪ পর্যন্ত এশিয়া কাপের আসরে খেলেছেন শাহিদ আফ্রিদি। প্রাক্তন পাক অধিনায়ক মোট ২১টি ইনিংসে খেলে ২টো সেঞ্চরি হাঁকিয়েছেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -