Novak Djokovic: রজার ফেডেরারকে টেক্কা, নজির গড়েই উইম্বলডনের ফাইনালে জকোভিচ
উইম্বলডনের নিজের ২৭ তম ম্যাচ জয় পেলেন নোভাক জকোভিচ। টুর্নামেন্টের ফাইনালে উঠে গেলেন সার্বিয়ান টেনিস তারকা। (সব ছবি সৌজন্যে উইম্বলডন)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appফাইনালে অস্ট্রেলিয়ার নিক কির্গিয়সের মুখোমুখি হবেন জকোভিচ। চলতি বছর করোনা বিতর্কে অস্ট্রেলিয়ান ওপেন থেকে ছিটকে গিয়েছিলেন জকোভিচ। সেখানে তাঁকে খেলতে দেওয়া হয়নি। এই সময় কির্গিয়স পাশে দাঁড়িয়েছিলেন জোকারের।
এই নিয়ে ৩২ বার গ্র্যান্ডস্লামের ফাইনালে পৌঁছে গেলেন জকোভিচ। টপকে গেলেন রজার ফেডরারকে। তিনি ৩১টি গ্র্যান্ডস্লামের ফাইনালে উঠেছিলেন।
উইম্বলডনের সেমিফাইনালে ব্রিটেনের ক্যাম নরিকে হারিয়ে দিলেন জকোভিচ। চার সেটের লড়াইয়ে জয় পান জোকার।
প্রথম সেটে যদিও ব্রিটেনের প্রতিদ্বন্দ্বী নরি জিতে যান জেকারের বিরুদ্ধে। ৬-২ সেটে জিতে যান নরি।
পরের তিন সেট টানা জিতে যান জকোভিচ। শেষ পর্যন্ত ম্য়াচ জিতে যান সার্বিয়ান তারকা। খেলার ফল জোকারের পক্ষে ২-৬, ৬-৩, ৬-২, ৬-৪।
জকোভিচের অভিজ্ঞতা নিঁখুত ড্রপ শট ও শক্তিশালী ব্যাকহ্যান্ডের সামনে নাজেহাল হয়ে যান নরি।
এই নিয়ে উইম্বলডনে নিজের ১১তম সেমিফাইনাল খেলতে নেমেছিলেন জকোভিচ। আর গতকাল ম্যাচ জেতার পর অষ্টমবার ফাইনালে উঠলেন তিনি।
এবারের উইম্বলডনে নবম বাছাই ছিলেন ব্রিটেনের ক্যাম নরি। গোটা টুর্নামেন্টে দুর্দান্ত পারফর্ম করেছিলেন। কিন্তু সেমিতেই দৌড় শেষ হল তাঁর।
আগের বার মাত্তেও বেরেত্তিনির বিরুদ্ধে জয় পেয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি। এবার জিতলে টানা চারবার উইম্বলডন খেতাব জিতবেন জোকার।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -