Novak Djokovic: রজার ফেডেরারকে টেক্কা, নজির গড়েই উইম্বলডনের ফাইনালে জকোভিচ

উইম্বলডনের ফাইনালে জকোভিচ (ছবি উইম্বলডন)

1/10
উইম্বলডনের নিজের ২৭ তম ম্যাচ জয় পেলেন নোভাক জকোভিচ। টুর্নামেন্টের ফাইনালে উঠে গেলেন সার্বিয়ান টেনিস তারকা। (সব ছবি সৌজন্যে উইম্বলডন)
2/10
ফাইনালে অস্ট্রেলিয়ার নিক কির্গিয়সের মুখোমুখি হবেন জকোভিচ। চলতি বছর করোনা বিতর্কে অস্ট্রেলিয়ান ওপেন থেকে ছিটকে গিয়েছিলেন জকোভিচ। সেখানে তাঁকে খেলতে দেওয়া হয়নি। এই সময় কির্গিয়স পাশে দাঁড়িয়েছিলেন জোকারের।
3/10
এই নিয়ে ৩২ বার গ্র্যান্ডস্লামের ফাইনালে পৌঁছে গেলেন জকোভিচ। টপকে গেলেন রজার ফেডরারকে। তিনি ৩১টি গ্র্যান্ডস্লামের ফাইনালে উঠেছিলেন।
4/10
উইম্বলডনের সেমিফাইনালে ব্রিটেনের ক্যাম নরিকে হারিয়ে দিলেন জকোভিচ। চার সেটের লড়াইয়ে জয় পান জোকার।
5/10
প্রথম সেটে যদিও ব্রিটেনের প্রতিদ্বন্দ্বী নরি জিতে যান জেকারের বিরুদ্ধে। ৬-২ সেটে জিতে যান নরি।
6/10
পরের তিন সেট টানা জিতে যান জকোভিচ। শেষ পর্যন্ত ম্য়াচ জিতে যান সার্বিয়ান তারকা। খেলার ফল জোকারের পক্ষে ২-৬, ৬-৩, ৬-২, ৬-৪।
7/10
জকোভিচের অভিজ্ঞতা নিঁখুত ড্রপ শট ও শক্তিশালী ব্যাকহ্যান্ডের সামনে নাজেহাল হয়ে যান নরি।
8/10
এই নিয়ে উইম্বলডনে নিজের ১১তম সেমিফাইনাল খেলতে নেমেছিলেন জকোভিচ। আর গতকাল ম্যাচ জেতার পর অষ্টমবার ফাইনালে উঠলেন তিনি।
9/10
এবারের উইম্বলডনে নবম বাছাই ছিলেন ব্রিটেনের ক্যাম নরি। গোটা টুর্নামেন্টে দুর্দান্ত পারফর্ম করেছিলেন। কিন্তু সেমিতেই দৌড় শেষ হল তাঁর।
10/10
আগের বার মাত্তেও বেরেত্তিনির বিরুদ্ধে জয় পেয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি। এবার জিতলে টানা চারবার উইম্বলডন খেতাব জিতবেন জোকার।
Sponsored Links by Taboola