Womens U19 T20 WC: ঘরে ফিরলেন বিশ্বকাপজয়ী দুই বঙ্গকন্যা, বিমানবন্দরে উচ্ছ্বাস
মহিলাদের অনূর্ধ্ব ১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। যে দলের তিন ক্রিকেটার - তিতাস সাধু, রিচা ঘোষ ও হৃষিতা বসু বাংলার।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআমদাবাদে ভারত-নিউজিল্যান্ড তৃতীয় তথা সিরিজের নির্ণায়ক টি-টোয়েন্টি ম্যাচের আগে বিশ্বকাপজয়ী ভারতীয় দলকে সংবর্ধনা দিল ভারতীয় ক্রিকেট বোর্ড।
আমদাবাদের ম্যাচে হাজির ছিলেন আইপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্য তথা সিএবি-র প্রাক্তন প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া।
বিশ্বজয়ী তিন বঙ্গকন্যার সঙ্গে দেখা করে অভিনন্দন জানান অভিষেক।
বৃহস্পতিবার দুপুরে কলকাতায় ফিরলেন বিশ্বকাপজয়ী দলের দুই সদস্য তিতাস সাধু ও হৃষিতা। বিমানবন্দরে তাঁদের স্বাগত জানাতে হাজির ছিলেন সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, ভাইস প্রেসিডেন্ট অমলেন্দু বিশ্বাস, কোষাধ্যক্ষ প্রবীর চক্রবর্তী, যুগ্মসচিব দেবব্রত দাস।
বিশ্বকাপজয়ী তিন কন্যাকে বিশেষ স্বীকৃতি দিচ্ছে বঙ্গ ক্রিকেটের নিয়ামক সংস্থা। সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় ঘোষণা করেন, তিন ক্রিকেটারকে ১০ লক্ষ টাকা করে পুরস্কার দেওয়া হবে।
এদিন বিমানবন্দরে রাজ্য সরকারের পক্ষ থেকে তাঁদের স্বাগত জানানো হয়। অবশ্য ঋষিতা ও তিতাস কলকাতায় ফিরলেও, ফেরেননি রিচা। তিনি ভারতীয় সিনিয়র দলে যোগ দেবেন বলেই আর কলকাতায় ফিরতে পারেননি।
বুধবার সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বলেছেন, 'অনূর্ধ্ব ১৯ বিশ্বচ্যাম্পিয়ন দলে তিনজন বঙ্গকন্যা, এটা আমাদের কাছে সত্যিই গর্বের মুহূর্ত। তিতাস, রিচা ও হৃষিতা বাংলার ক্রিকেটের মুখ উজ্জ্বল করেছে। ওরা আরও অনেক সাফল্য এনে দেবে বাংলা তথা ভারতীয় ক্রিকেটকে। ওদের প্রত্যেককে ১০ লক্ষ টাকা করে পুরস্কার দেব আমরা।'
ভারত বনাম নিউজিল্য়ান্ডের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ শুরুর আগে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনূর্ধ্ব ১৯ মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ভারতীয় দলকে সংবর্ধনা দেওয়া হল বিসিসিআইয়ের তরফে। বিসিসিআইয়ের তরফে ৫ কোটি টাকার চেক তুলে দেওয়া হয়।
সেখানে উপস্থিত ছিলেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর। শেফালি, তিতাস, রিচারা সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিলেন। সচিন বিশ্বকাপজয়ীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ''তোমাদের সাফল্যে গোটা দেশ গর্বিত। তোমরা এখন রোল মডেল। আমি নিশ্চিত দেশকে আরও সাফল্য এনে দেবে তোমরা।'
- - - - - - - - - Advertisement - - - - - - - - -