World Cup : প্রোটিয়া দর্প চূর্ণ করল ডাচ ব্রিগেড, দক্ষিণ আফ্রিকাকে কোন পথে হারাল নেদারল্যান্ডস
১৬ বছর পর ফের জয়। বিশ্বকাপের মঞ্চে এবার জায়ান্ট কিলার নেদারল্যান্ডস। দুরন্ত ছন্দে থাকা দক্ষিণ আফ্রিকাকে পর্যদুস্ত করেছে তাঁরা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকয়েকদিন আগেই ইংল্যান্ডকে হারিয়ে এবারের বিশ্বকাপে প্রথম অঘটন ঘটিয়েছিল আফগানিস্তান। এবার প্রোটিয়াদের ৩৮ রানে হারিয়ে অঘটনের ধারায় আরও ট্যুইস্ট যোগ করল ডাচ ব্রিগেড।
ধর্মশালায় বৃষ্টি বিঘ্নিত ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ৪৩ ওভারে ৮ উইকেটে ২৪৫ রান তোলে নেদারল্যান্ডস।
দক্ষিণ আফ্রিকার শক্তিশালী পেস আক্রমণের বিরুদ্ধে লড়াকু ৭৮ রানের ইনিংস খেলে দলের মনোবল বাড়ান অধিনায়ক স্কট এডওয়ার্ডস।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে দক্ষিণ আফ্রিকা। শেষ পর্যন্ত তাঁরা ২০৭ রানে অল আউট হয়ে যায়।
শ্রীলঙ্কার বিরুদ্ধে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ স্কোর দিয়ে বিশ্বকাপ শুরু। জোড়া ম্যাচে জয় দুরন্ত ফেভারিট হয়েই এই ম্যাচে নেমেছিল প্রোটিয়ারা।
কিন্তু ব্যাটিং বিপর্যয় ও ডাচ বোলারদের দুরন্ত বোলিংয়ের জেরে ২০২২ টি ২০ বিশ্বকাপেরক পর এবার একদিনের আন্তর্জাতিক বিশ্বকাপের মঞ্চেও নেদারল্যান্ডসের কাছে হারতে হল দক্ষিণ আফ্রিকাকে।
ম্যাচের মোড় ঘোরানোর কারিগর ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ড। ম্যাচ সেরার পুরস্কার পাওয়া নেদারল্যান্ডসের অধিনায়কের লড়াকু ইনিংসের সুবাদেই পাল্টা লড়াই করার মতো স্কোর খাড়া করে প্রবল আত্মবিশ্বাস জোগাড় করে নেয় ডাচ শিবির।
দক্ষিণ আফ্রিকার জোড়া জয়ের পিছনে জোড়া শতরান করে বড় ভূমিকা রাখা কুইন্টন ডি কক শুরুর দিকেই ফিরিয়েই বড় ধাক্কা দেয় নেদারল্যান্ডস।
তারপর লোগান ভ্যান বিক, রোয়েলফ ভ্যান ডার মারউইরা কার্যত অসাধ্যসাধন করে দেখান। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ইতিহাস গড়ে নেদারল্যান্ডস।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -