WTC 2023-25: আগামী টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতীয় দলে ঢুকে পড়তে পারেন যাঁরা
২৭ বছরের বাংলার ব্যাটার ভারতীয় দলের সঙ্গে স্ট্য়ান্ডবাই প্লেয়ার হিসেবে অনেক গুলো সফরে গিয়েছেন। ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপের ভারতীয় দলে সুযোগ পেতে পারেন ঈশ্বরণ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App৮৭টি প্রথম শ্রেণির ম্যাচে মোট ৬৫৫৬ রান করেছেন। গড় ৪৭.৮৫। মোট ২২টি সেঞ্চুরি হাঁকিয়েছেন ঈশ্বরণ। সর্বোচ্চ ২৩৩।
তরুণ ভারতীয় ওপেনার যশস্বী জয়সওয়াল রয়েছেন তালিকায়। ১৫টি প্রথম শ্রেণির ম্যাচে ১৮৪৫ রান করেছেন। ৮০.২১ গড়ে ৯টি সেঞ্চুরি করেছেন ও ২টো অর্ধশতরান হাঁকিয়েছেন।
গত আইপিএলে ১৪ ইনিংসে মোট ৬২৫ রান করেছেন জয়সওয়াল। ১টি সেঞ্চুরি ও পাঁচটি অর্ধশতরান করেছেন। এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে স্ট্যান্ডবাই প্লেয়ার হিসেবে ছিলেন।
২৯ বছরের বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলা এই তারকা ডানহাতি পেসার ভারতীয় দলের সঙ্গে অনেকগুলো সফরে গিয়েছেন। তিনিও সুযোগ পেতে পারেন জাতীয় দলে টেস্টে।
৩৯ ম্যাচে ১৪৯ উইকেট ঝুলিতে পুরেছেন মুকেশ কুমার। মুকেশের সেরা বোলিং ফিগার ৪০/৬
মধ্যপ্রদেশের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলা রজত পাতিদার ৫২টি প্রথম শ্রেণির ম্যাচে ৩৭৯৫ রান করেছেন। গড় ৪৫.৭২।
এখনও পর্যন্ত ১১টি সেঞ্চুরি ও ২২টি অর্ধশতরান করেছেন রজত। এবারের আইপিএলে চোটের জন্য খেলতে পারেননি। কিন্তু গত আইপিএলে দুর্দান্ত পারফর্ম করেছেন।
প্রসিদ্ধ কৃষ্ণ এখনও পর্যন্ত দেশের জার্সিতে ১৪টি ওয়ান ডে ম্যাচ খেলেছেন। ঝুলিতে ২৫ উইকেট পেয়েছেন।
৫.৩২ ইকনমি রেটে বল করেছেন প্রসিদ্ধ। বুমরার ফিটনেস ইস্যু ও শামির বয়স বাড়া হয়ত সুযোগ করে দিতে পারে প্রসিদ্ধকে।
রুতুরাজ গায়কোয়াড চেন্নাই সুপার কিংসের জার্সিতে দুর্দান্ত পারফর্ম করেছেন আইপিএলে। প্রথম শ্রেণির ক্রিকেটে ২৮ ম্যাচে ১৯৪১ রান করেছেন।
এখনও পর্যন্ত রুতুরাজ ৪২.১৯ গড়ে ৬টি সেঞ্চুরি ও ৯টি অর্ধশতরান হাঁকিয়েছেন। সর্বোচ্চ স্কোর ১৯৫।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -