Ind vs Aus: কোহলির ব্যর্থতার দিন ব্যাট হাতে জ্বলে উঠলেন স্মিথ
WTC Final: স্মিথের সেঞ্চুরি এল এমন এক দিনে, যেদিন কোহলি ব্যাট হাতে ব্যর্থ। ৩১ বলে ১৪ রান করে মিচেল স্টার্কের শিকার তিনি।
Steve Smith
1/10
একদিন আগেই বিরাট কোহলি বলেছিলেন, এই প্রজন্মে টেস্টে সেরা ব্যাটার স্টিভ স্মিথ। বাকিদের চেয়ে অনেক এগিয়ে।
2/10
কোহলি যে ভুল বলেননি, বৃহস্পতিবার তা ফের একবার প্রমাণ করে দিলেন স্মিথ। ঝকঝকে সেঞ্চুরি করে।
3/10
স্মিথের সেঞ্চুরি এল এমন এক দিনে, যেদিন কোহলি ব্যাট হাতে ব্যর্থ। ৩১ বলে ১৪ রান করে মিচেল স্টার্কের শিকার তিনি।
4/10
ভারতের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে সেঞ্চুরি করলেন স্টিভ স্মিথ (Steve Smith)। নিজের ৩১তম টেস্ট সেঞ্চুরি।
5/10
সেই সঙ্গে সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) একটি কীর্তির আরও কাছে পৌঁছে গেলেন স্মিথ।
6/10
ভারত-অস্ট্রেলিয়া টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক সচিন। দুই দেশের টেস্ট দ্বৈরথের ইতিহাসে ১১টি সেঞ্চুরি রয়েছে মাস্টার ব্লাস্টারের। তার পরই স্মিথ।
7/10
৯টি সেঞ্চুরি তাঁর। সুনীল গাওস্কর, রিকি পন্টিং ও বিরাট কোহলির ৮টি করে সেঞ্চুরি রয়েছে।
8/10
স্টিভ ওয়ের চেয়ে আর মাত্র একটি সেঞ্চুরি পিছিয়ে স্মিথ। টেস্টে ৩২ সেঞ্চুরি রয়েছে প্রবাদপ্রতিম স্টিভের। তাঁর চেয়ে একটি সেঞ্চুরি কম স্মিথের। সব কিছু ঠিকঠাক চললে চলতি বছরই হয়তো স্টিভকে পেরিয়ে যাবেন স্মিথ।
9/10
তবে অস্ট্রেলিয়ার হয়ে টেস্টে সর্বোচ্চ সংখ্যক সেঞ্চুরির নজির রিকি পন্টিংয়ের। কিংবদন্তি পন্টিং টেস্টে ৪১টি সেঞ্চুরি করেছেন। তাঁর চেয়ে ১০টি শতরান কম স্মিথের।
10/10
জো রুটের একটি রেকর্ডও স্পর্শ করলেন স্মিথ। ভারতের বিরুদ্ধে টেস্টে ৯টি সেঞ্চুরি রয়েছে জো রুটের। সেটাই টেস্টে ভারতের বিরুদ্ধে কোনও একজন ব্যাটারের করা সবচেয়ে বেশি সেঞ্চুরি ছিল। সেই একই বন্ধনীতে ঢুকে পড়লেন স্মিথ। তাঁরও ভারতের বিরুদ্ধে টেস্টে ৯টি সেঞ্চুরি হয়ে গেল।
Published at : 08 Jun 2023 11:55 PM (IST)