Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
WTC Final: দীর্ঘ দশ বছর ICC ট্রফিহীন ভারত, শেষ হবে কি অপেক্ষা?
প্রায় ১০ বছর কেটে গিয়েছে। ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) ভারত।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসেই শেষ। তারপর থেকে আর আইসিসি-র কোনও টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়নি ভারত।
সেই খরা কি কাটাতে পারবে রোহিত শর্মার নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া (Team India)?
ছবিটা পরিষ্কার হয়ে যাবে এক সপ্তাহের মধ্যে।
কারণ, ওভালে ৭-১১ জুন আরও একটি আইসিসি ইভেন্টের ফাইনালে নামছে ভারত।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে। প্রতিপক্ষ? অস্ট্রেলিয়া (Ind vs Aus)।
বারবার আইসিসি (ICC Trophy) ইভেন্ট থেকে খালি হাতে ফেরা কি দলের ওপর বাড়তি চাপ তৈরি করছে?
সোমবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এই আশঙ্কা উড়িয়ে দিয়েছেন টিম ইন্ডিয়ার হেড কোচ রাহুল দ্রাবিড়।
তিনি বলেছেন, 'একেবারেই না। আইসিসি ট্রফি জেতার কোনও চাপ আমরা অনুভব করছি না। অবশ্যই ট্রফি জিততে পারলে ভালই লাগবে। আইসিসি টুর্নামেন্ট জিততে পারাটা সব সময়ই আনন্দের।'
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অনেকেই অস্ট্রেলিয়াকে ফেভারিট হিসাবে বেছে নিচ্ছেন।
বলা হচ্ছে, ইংল্যান্ডের পরিবেশ-পরিস্থিতিতে এগিয়ে থাকবেন প্যাট কামিন্সরাই।
দ্রাবিড় আরও বলছেন, 'যাই হোক না কেন, আগামী ৫ দিন সেটা পরিষ্কার হয়ে যাবে। তার আগে কী বলা হল বা পরে কী হল সেটা কোনও ব্যাপার নয়। কে ফেভারিট, কে নয়... মোদ্দা কথা হল দুটো ভাল দল খেলছে।'
তিনি আরও বলেছেন, 'দুই দলেরই ভাল কিছু ক্রিকেটার রয়েছে। আমি আশাবাদী যে, যদি আমরা ভাল খেলি, যদি ২০ উইকেট তুলতে পারি ও রান করি, আমি আত্মবিশ্বাসী আমরাই জিতব। হয়তো আগে থেকে বেশি আলোচনায় না থাকাটাই ভাল।'
আপাতত ফাইনালের আগে চূড়ান্ত প্রস্তুতিতে মগ্ন ভারতীয় দল। ছবি - বিসিসিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -