Yashasvi Jaiswal: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সেঞ্চুরি পূর্ণ হতেই প্রথম ভারতীয় হিসাবে বিরল কীর্তি যশস্বীর
টেস্ট অভিষেকেই দুরন্ত যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অভিষেকের মঞ্চে ঝকঝকে সেঞ্চুরি করলেন মুম্বইয়ের তরুণ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসেই সঙ্গে ঢুকে পড়লেন সৌরভ গঙ্গোপাধ্যায়, বীরেন্দ্র সহবাগদের অভিজাত তালিকায়। যাঁদের প্রত্যেকেরই টেস্ট অভিষেকে সেঞ্চুরি রয়েছে।
ভারতের ১৭তম ক্রিকেটার হিসাবে টেস্ট অভিষেকে সেঞ্চুরি করলেন যশস্বী।
তিনিই ভারতীয় ক্রিকেটারদের মধ্যে প্রথম, যাঁর টেস্ট অভিষেকে বিদেশের মাটিতে ইনিংস ওপেন করে সেঞ্চুরি রয়েছে।
যশস্বীর আগে ওপেনার হিসাবে টেস্ট অভিষেকে সেঞ্চুরি পেয়েছেন শিখর ধবন ও পৃথ্বী শ-ও।
তবে ধবন সেঞ্চুরি করেছিলেন মোহালিতে। পৃথ্বী সেঞ্চুরি করেছিলেন রাজকোটে। দুজনেরই টেস্ট অভিষেকে সেঞ্চুরি এসেছিল দেশের মাটিতে।
সব মিলিয়ে ষষ্ঠ ভারতীয় হিসাবে বিদেশের মাটিতে টেস্ট অভিষেকে সেঞ্চুরি করলেন যশস্বী।
তাঁর আগে বিদেশের মাটিতে টেস্ট অভিষেকে সেঞ্চুরি করেছেন আব্বাস আলি বেগ, সুরিন্দর অমরনাথ, প্রবীণ আমরে, সৌরভ গঙ্গোপাধ্যায় ও বীরেন্দ্র সহবাগ।
২১ বছর ১৯৬ দিন বয়সে সেঞ্চুরি করলেন যশস্বী। চতুর্থ কনিষ্ঠতম ভারতীয় হিসাবে অভিষেক টেস্টে সেঞ্চুরি করলেন।
সেঞ্চুরির পর অধিনায়ক তথা ওপেনিং পার্টনার রোহিতকে জড়িয়ে ধরলেন যশস্বী। রোহিতও টেস্ট অভিষেকে সেঞ্চুরি করেছিলেন। সেই তালিকায় নাম লেখালেন যশস্বী। - বিসিসিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -