Yashasvi Jaiswal: ফুচকা বিক্রি থেকে বিলাসবহুল ফ্ল্যাটের মালিক, জয়সওয়ালের জীবন যেন 'খিড়কি থেকে সিংহদুয়ার'
এই মূহূর্তে ভারতীয় ক্রিকেটে সবচেয়ে আলোচিত নাম যশস্বী জয়সওয়াল। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে দুটো দ্বিশতরান হাঁকিয়ে সবাইকে চমক দিয়ে দিয়েছেন এই বাঁহাতি ওপেনার।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরাজকোট টেস্টে ২১৪ রানের ইনিংস খেলেছিলেন যশস্বী। এর আগে বিশাখাপত্তনমেও দ্বিশতরানের ইনিংস খেলেছিলেন জয়সওয়াল। ততীয় কনিষ্ঠতম হিসেবে টানা দুটো দ্বিশতরান হাঁকানোর নজির গড়েছেন জয়সওয়াল।
শুধু টেস্ট ফর্ম্য়াটেই নয়। ধীরে ধীরে জাতীয় দলের তিন ফর্ম্য়াটেই দেশের জার্সিতে নিজেকে ধারাবাহিক করে তুলছেন যশস্বী। রোহিত শিবিরের সদস্য তিনি এখন নিয়মিত।
যুব বিশ্বকাপ থেকে পথ চলা শুরু। সেখানে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। এরপর আইপিএলে রাজস্থান রয়্যালস তাঁকে দলে নেয়। ২ কোটি ৪০ লক্ষ টাকায় রাজস্থান দলে নিয়েছিল যশস্বীকে।
এক সময়ে ফুচকা বিক্রি করতেন পেট চালাতে। খোলা আকাশের নীচেও শুয়েছিলেন আজাদ ময়দানে। কিন্তু এখন মুম্বইয়ে বিলাসবহুল ৫ বিএইচকে ফ্ল্যাটের মালিক জয়সওয়াল। নিজের পরিবার নিয়ে সেখানেই থাকেন তিনি।
গত বছর হাংঝাউ এশিয়ান গেমসে ভারতীয় দল সোনা জিতেছিল। সেই দলেরও সদস্য ছিলেন যশস্বী।
গত আইপিএলে মাত্র ১৩ বলে অর্ধশতরান পূরণ করেছিলেন যশস্বী। কেকেআরের বিরুদ্ধে ম্য়াচে নজির গড়েছিলেন তিনি। টপকে গিয়েছিলেন প্যাট কামিন্স ও কে এল রাহুলের রেকর্ড।
আপাতত যে তথ্য সামনে আসছে, তাতে জানা যাচ্ছে যে জয়সওয়ালের সম্পত্তির পরিমান প্রায় ১০ কোটি ৭৩ লক্ষ। প্রতি মাসে প্রায় ৩৫ লক্ষ টাকা করে আয় করেন এই বাঁহাতি ক্রিকেটার।
মুম্বইয়ের থানেতে ১৫০০ স্কোয়ার ফিটের বিলাসবহুল ফ্ল্যাট। ডায়নিং এরিয়া, লিভিং রুম ও আলাদা আলাদ বেডরুম দুর্দান্তভাবে সাজানো।
বিভিন্ন সময়ে সোশ্যাল মিডিয়ায় নিজের সতীর্থদের সঙ্গে ছবি পোস্ট করতে দেখা যায় জয়সওয়ালকে। বিদেশে ট্রিপে গেলে সেই ছবিও সোশ্য়াল মিডিয়য় পোস্ট করতে দেখা গিয়েছে তাঁকে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -