Zodiac Signs: নিজেরটাই নয় শুধু, অন্যের বাড়িও পরিপাটি রাখেন এই রাশির জাতকরা
রেস্তরাঁ-ক্যাফেতে মাঝে মধ্যে ঢুঁ মারতে হয় যদিও, কিন্তু নিজের বাড়িই সবচেয়ে পছন্দ কিছু মানুষের। আড্ডা হোক বা জলসা, অথবা নিভৃতযাপন, নিজের বাড়িতে হাত-পা ছড়িয়ে থাকতে পছন্দ করেন এঁরা। ফ্রিপিক
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএ ব্যাপারে কিছু রাশির জাতকের কথা বিশেষ ভাবে উল্লেখ্য। সারাদিন বাড়িতে থাকতে বললেও আপত্তি নেই এঁদের। শুধু তাই নয়, অন্যের বাড়ির দেখভাল করতেও প্রস্তুত থাকেন এঁরা। অন্যের গাছে জল দেওয়া, অন্যের পোষ্যের দেখভাল, কোনও কিছুতেই না নেই এঁদের। ফ্রিপিক
কর্কট রাশি: কর্কট রাশির জাতকরা ঘরোয়া প্রকৃতির হন। নিজের বাড়ির প্রতি টান অনুভব করেন এঁরা। বাড়ি নিয়ে অন্যের অনুভূতিও তাই বোঝেন এঁরা। ফ্রিপিক
তাই আত্মীয়-স্বজন হোন বা বন্ধুবান্ধব, কোনও কারণে কেউ বাইরে গেলে, কর্কট রাশিরা তাঁদের বাড়ির দেখভালও করতে রাজি হয়ে যান। বাড়ির মালিকের চেয়ে এঁরাই বরং বেশি যত্নশীল হন। ফ্রিপিক
বৃষ রাশি: বৃষ রাশির জাতকরা জীবনে স্থিতিশীলতা চান, চান নিরাপত্তা। বাড়ির চার দেওয়ালের মধ্যে সেই নিরাপত্তা পান এঁরা। এদিক ওদিক চক্কর কাটার পরিবর্তে বাড়িতে একান্তে সময় কাটানো পছন্দ এঁদের। ফ্রিপিক
বেড়াতে যেতেও তেমন পছন্দ করেন না বৃষ রাশিরপর জাতকরা। তার চেয়ে কারও বাডি়তে আমন্ত্রণ পেলে, সেখানে গিয়ে গোছগাছ বা অন্য কাজকর্ম করে সময় কাটাতে পারেন। ফ্রিপিক
ধনু রাশি: বাড়ি একেবারে পরিপাটি চাই ধনু রাশির জাতকদের।নিজের বাড়ি যেমন গুছিয়ে রাখেন, অন্যের বাড়িও সাজিয়ে দিতে পারেন। ফ্রিপিক
বিশেষ করে ঘনিষ্ঠ বা পরিচিত কেউ হলে, সেই ব্যক্তির পছন্দ-অপছন্দের কথাও মাথায় রাখেন ধনু রাশির জাতকরা। জীবন না হোক, অন্যের বাড়ি গুছিয়ে দিতে চান ধনু রাশির জাতকরা। ফ্রিপিক
মকর রাশি: মকর রাশির জাতকদের হাতে সব ছেড়ে দিয়ে নিশ্চিন্তে থাকা যায়। যেখানেই থাকুন না কেন, যে পরিস্থিতিতেই থাকুন না কেন, এঁরা মানিয়ে নিতে পারেন। অচেনা জায়গাকেও বাড়িতে পরিণত করতে পারেন। ফ্রিপিক
নতুন পরিবেশে গেলেও অসুবিধা হয় না মকর রাশিদের জাতকদের। বরং খুঁটিনাটি অনেক কিছু করার থাকে সেখানে। কার, কী পছন্দ, কার কিসে ভাল, সে ব্যাপারেও আগ্রহী মকর রাশির জাতকরা। অন্যের বাড়িরও যত্ন নিতে পারেন। ফ্রিপিক। ডিসক্লেমার : (কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -