Chahal Playing Chess:করোনা-ত্রাণে অর্থ সংগ্রহে প্রদর্শনী ম্যাচে বিশ্বনাথন আনন্দের মুখোমুখি চাহল
বাইশ গজ ছেড়ে এবার দাবার বোর্ড। যুজবেন্দ্র চাহল দাবার বোর্ডে টক্কর দেবেন পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দকে। আসলে একটি মহৎ উদ্দেশে আনন্দের সঙ্গে প্রদর্শনী ম্যাচে দাবা খেলবেন চাহল। উদ্দেশ্য হল, ভারতে কোভিড ১৯ ত্রাণের কাজে অর্থ সংগ্রহ। (ছবি এএফপি)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদাবার প্রতি চাহলের আকর্ষণ কারুর অজানা নয়। ভারতের ক্রিকেট দলের এই তারকা স্পিনার একটা সময় জুনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়ন ছিলেন। (ছবি এএফপি)
মাত্র ছয় বছর বয়সে দাবা খেলা শুরু করেছিলেন চাহল। ভারতের সীমিত ওভারের ক্রিকেট দলের নিয়মিত সদস্য চাহল দাবা খেলায় বেশ পারদর্শী ছিলেন। ২০০৩-র আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন তিনি।
যুজবেন্দ্র চাহল ছাড়াও আমির খান, রীতেশ দেশমুখ, অনন্যা বিড়লা, অরিজিৎ সিংহের মতো বলিউড তারকারা আজ ভারতীয় গ্র্যান্ড মাস্টারের বিরুদ্ধে প্রদর্শনী ম্যাচ খেলবেন।
উল্লেখ্য, শিখর ধবনের নেতৃত্বাধীন ভারতীয় দল আগামী মাসে তিনটি একদিনের ম্যাচে ও তিনটি টি ২০ ম্যাচের সিরিজ খেলতে শ্রীলঙ্কা যাচ্ছে। শ্রীলঙ্কা সফরে ভারতের টি ২০ দলে রয়েছেন চাহল। (ছবি এএফপি)
ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি ২০ সিরিজে চাহলের ব্যক্তিগত পারফরম্যান্স প্রত্যাশামাফিক ছিল না। ফলে ওই সিরিজের শেষ দুটি ম্যাচে তাঁকে দলে রাখা হয়নি। (ছবি এএফপি)
রাহুল চাহারকে তাঁর জায়গায় দলে নেওয়া হয়। এবার শ্রীলঙ্কা সফরে পুরানো ছন্দে ফেরার লক্ষ্যে চাহল। (ছবি এএফপি)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -