'শুভ বিবাহবার্ষিকী বললেই আনফ্রেন্ড করব!' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক শ্রীলেখা
নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে নিজের বিয়ের ২টি ছবি পোস্ট করেছেন শ্রীলেখা। একটি ছবিতে লাল বেনারসিতে কনের বেশে রয়েছেন শ্রীলেখা, অন্যটিতে তাঁর প্রাক্তন স্বামীর সঙ্গে। শিলাদিত্যের সঙ্গে বিবাহবিচ্ছেদ হলেও এখনও যোগাযোগ রয়েছে বলেই জানান অভিনেত্রী।
শ্রীলেখার এই পোস্ট দেখে তাঁর সঙ্গে পুরনো একটি ছবিও শেয়ার করেন তাঁর এক পরিচিত। সেখানেও বধূবেশে রয়েছেন শ্রীলেখা।
সোশ্যাল মিডিয়া পোস্টে অবশ্য বেশ মনছোঁয়া কথাই লেখেন অভিনেত্রী।‘আজ হতে পারত আমাদের ১৭ তম বিবাহবার্ষিকী। হ্যান্ডসাম না আমার প্রাক্তন? তাই তো আর সেভাবে কাউকে মনে ধরল না...।’ সঙ্গে বিধিবদ্ধ সতর্কীকরণ, ‘দুঃখের ইমোজি আর শুভ বিবাহবার্ষিকী বললে ততক্ষণাৎ আনফ্রেন্ড করব!’
ছবি সৌজন্যে- শ্রীলেখা মিত্রের ফেসবুক
সেইসঙ্গে নিজেকে নিজেও ব্যস্ত থাকছেন অভিনেত্রী। জমিয়ে করছেন শরীরচর্চাও। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন সেই ছবিও।
আপাতত নিজের কেরিয়ার নিয়েই ব্যস্ত অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি পরিচালনা করছেন নতুন ছবিও।
আজ নাকি তাঁর ১৭তম বিবাহবার্ষিকী হতে পারত! হয়নি। কিন্তু স্মৃতিতে ডুব দিতে তো আপত্তি নেই টলি নায়িকা শ্রীলেখা মিত্রের। কেবল সোশ্য়াল মিডিয়ায় প্রাক্তন স্বামী আর বিয়ের ছবি পোস্ট করে মনে করলেন পুরনো দিনের কথা।