রাজের পরিবারে 'গুড নিউজ', করোনা আবহেই শুভশ্রীকে নিয়ে খুশির খবর
সব ছবি- শুভশ্রীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমা হওয়ার আগের প্রতিটা মুহূর্ত উপভোগ করছেন চুটিয়ে। শুধু এই সময়টা রাজের থেকে দূরে থাকতে হচ্ছে।
কোভিড পজিটিভ রাজ চক্রবর্তী। জানিয়েছিলেন ট্যুইট করে। মঙ্গলবার নিজেই জানালেন ভাল আছেন, ফিট আছেন, আলাদা আছেন বাড়ির সকলের থেকে।
তাই প্রেগন্যান্সির ফাইনাল স্টেজটা চুটিয়ে উপভোগ করছেন শুভশ্রী। 'কারও লাথিও যে এত্ত মিষ্টি লাগতে পারে, ভাবিনি।', ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে লিখেছেন শুভশ্রী।
মা হওয়া আর সময়ের অপেক্ষা। সামনের মাসেই আসছে খুশির খবর। তাই মনের সুখে রেফ্রিজারেটরে উঁকিঝুঁকি মারছেন শুভশ্রী।
তবে সবথেকে খুশির খবর হল, রাজ-ঘরনী শুভশ্রীর করোনা রিপোর্ট নেগেটিভ। রাজের মায়ের শরীরেও করোনা সংক্রমণ ঘটেনি। জানালেন পরিচালক নিজেই।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -