মা হতে আর দিনকয়েকের অপেক্ষা! শুভশ্রীর সঙ্গে নতুন ছবি পোস্ট করলেন হবু বাবা রাজ
আপাতত নানারকম ঝঞ্ঝা সামলে নতুন প্রাণকে আনতে তৈরি শুভশ্রী।
রাজের মায়ের সঙ্গেও শুভশ্রীর সম্পর্ক বেশ মধুর। শাশুড়ি-বৌমার সম্পর্ক এতটাই সুন্দর যে, বিভিন্ন সময় শুভশ্রীর জন্য রাজকেই বকাবকি করতে থাকেন তাঁর মা!
সম্প্রতি একের পর এক প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন রাজের পরিবার। কিছুদিন আগে প্রয়াত হয়েছেন রাজ চক্রবর্তীর বাবা। তিনি করোনা আক্রান্ত ছিলেন। কোভিড পজিটিভ হন রাজও। কিন্তু শুভশ্রীর করোনা রিপোর্ট নেগেটিভ আসে। সেই পরিস্থিতি কাটিয়েই রাজ-শুভশ্রী সেরে ফেলেন একটি বিজ্ঞাপনের শ্যুটিং।
শুভশ্রীর পরনে লাল মিড লেন্থ ড্রেস। নতুন প্রাণের পৃথিবীতে আসা যে আর দিনকয়েকের অপেক্ষা তা ধরা পড়ছে ছবিতেই। ছবিটি আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই কমেন্ট বক্সে উপচে পড়েছে শুভেচ্ছা। রাজের পরিবারে কন্যা আসবে না পুত্র, তাই নিয়েও অনুরাগীরা শুরু করেছেন চর্চা।
আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। খুব শিগগিরিই পরিচালক রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের পরিবারে আসতে চলেছে নতুন সদস্য। তার আগে এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন রাজ।
সন্তান সম্ভবা শুভশ্রীকে নিয়ে রাজের এই অ্যাড শ্যুটির ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।
সব ছবি - রাজ ও শুভশ্রীর ইনস্টাগ্রাম