প্রথম ক্রিকেটার হিসাবে আইপিএলে ৫ হাজার রান, সবচেয়ে বেশি ম্যাচ খেলার নজির, আর কী কী কীর্তি রয়েছে সুরেশ রায়নার ঝুলিতে?
বল হাতে আইপিএলে ২৫টি উইকেট রয়েছে রায়নার। পাশাপাশি দুরন্ত ফিল্ডার হিসাবে পরিচিত রায়না নিয়েছেন ১০১টি ক্যাচ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআইপিএলে একটি সেঞ্চুরি ও ৩৮টি হাফসেঞ্চুরি রয়েছে রায়নার। তাঁর স্ট্রাইক রেট ১৩৭.১৪। ১৯৪টি ছক্কা ও ৪৯৪টি বাউন্ডারি মেরেছেন তিনি।
২০১৯ সালের আইপিএলের প্রথম ম্যাচে আরও একটি রেকর্ড গড়েন রায়না। আইপিএলের ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসাবে তিনি ৫০০০ রান সম্পূর্ণ করেন। বর্তমানে তাঁর ঝুলিতে রয়েছে ৫৩৬৮ রান।
চেন্নাই সুপার কিংসের হয়ে আরও একটি নজির রয়েছে রায়নার। সিএসকে-র হয়ে আইপিএলে টানা ১৫৮টি ম্যাচ খেলেছেন রায়না। ২০১৮ সালের আইপিএলে কাফ মাসলে চোট থাকায় প্রথমবার তিনি সিএসকে-র হয়ে একটি ম্যাচে মাঠে নামতে পারেননি।
একমাত্র ক্রিকেটার হিসাবে ২০০৮ থেকে ২০১৬-র মাঝামাঝি পর্যন্ত আইপিএলে টানা ম্যাচ খেলেছেন রায়না। একটিও ম্যাচে তাঁকে মাঠের বাইরে থাকতে হয়নি। ২০১৬ সালের আইপিএলে গুজরাত লায়ন্সের হয়ে খেলার সময় সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকার জন্য তিনি প্রথম ম্যাচ খেলতে পারেননি।
আইপিএলে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন সুরেশ রায়না। একমাত্র ক্রিকেটার হিসাবে ১৯৩টি ম্যাচ খেলার নজির রয়েছে উত্তরপ্রদেশের বাঁহাতি ব্যাটসম্যানের।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -