ময়নাতদন্তের ১২ থেকে ১৫ ঘণ্টা আগেই মৃত্যু সুশান্তের! চাঞ্চল্যকর আরও তথ্য ময়নাতদন্ত রিপোর্টে
সুশান্ত বান্দ্রার এই অ্যাপার্টমেন্টের ৬ ও ৭ তলায় চারটি ফ্ল্যাট ৩ বছরের জন্য ভাড়া নিয়েছিলেন। প্রতি মাসে যার ভাড়া সাড়ে চার লক্ষ টাকা। কিন্তু, কীভাবে এই ভাড়া মেটাতেন অভিনেতা? চেক, নাকি নগদে? সিবিআই সূত্রে খবর, এই সমস্ত বিষয়ে জানতে ফ্ল্যাটের মালিক সঞ্জয় লালওয়ানিকেও এদিন জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅভিনেতার গলায় যে কাপড়ের ফাঁস ছিল, তা ২০০ কেজি পর্যন্ত ওজন তুলতে সক্ষম।
এদিকে ফরেন্সিক রিপোর্টে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। সূত্রের খবর, তাতে উল্লেখ রয়েছে, ময়নাতদন্তের ১২ থেকে ১৫ ঘণ্টা আগে মৃত্যু হয়েছিল সুশান্ত সিং রাজপুতের।
তাঁর অনুমান, অসুস্থতার কারণে আত্মঘাতী হয়েছেন সুশান্ত।
সিবিআই সূত্রে দাবি, এদিন জিজ্ঞাসাবাদের সময় নীরজ বলেন, মৃত্যুর আগে ৫-৬ মাস ধরে অসুস্থ ছিলেন সুশান্ত।
সূত্রের খবর, ১৪ জুন ফ্ল্যাট থেকে অভিনেতার মৃতদেহ উদ্ধার হওয়ার সময় এই তিনজনই সেখানে ছিলেন। সিবিআই সূত্রে আরও খবর, তদন্তের স্বার্থে এবার এই মামলায় সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তীকেও বান্দ্রার ওই ফ্ল্যাটে আসতে বলতে পারে পারে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
১৪ জুন ঠিক কী ঘটেছিল সুশান্ত সিং রাজপুতের ফ্ল্যাটে? উত্তরের খোঁজে সিবিআই। বন্ধু, রাঁধুনির পর এবার জিজ্ঞাসাবাদের জন্য সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তীকে নোটিস পাঠাতে পারে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। শনিবারের পর রবিবার!সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে ফের বান্দ্রার ফ্ল্যাটে সিবিআই টিম! করা হয় সুশান্তের ঘরের ম্যাপিং। করায় ভিডিওগ্রাফিও। সুশান্তের বন্ধু ও ফ্ল্যাটমেট সিদ্ধার্থ পিঠানি, রাঁধুনি নীরজ সিং এবং দীপেশ সাওয়ান্তকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -