হঠাৎ ১৪ তলা থেকে নিচে পড়ে গেলেন দিশা? নাকি 'ধর্ষণ করে খুন'? ময়নাতদন্তের রিপোর্ট ঘিরে তরজা
দেহ উদ্ধারের সময় দিশার গায়ে জামা ছিল। মুম্বই পুলিশের কাছে সে ছবিও রয়েছে। প্রয়োজনে তা দেখাতেও পারে তারা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appযদিও এ দিন দিশার মৃত্যুর কারণ প্রসঙ্গে মুম্বই পুলিশ সূত্রে দাবি, কোনও ফাইল ডিলিট হয়নি। সব নতি অক্ষত আছে।
বিহার পুলিশকে তারা জানিয়েছিল, ভুলবশত ফাইল মুছে গিয়েছে।
এর আগে মুম্বই পুলিশের বিরুদ্ধে বিহার পুলিশ অভিযোগ জানিয়েছিল, দিশা সালিয়ানের ফাইল তারা দেখতে চাইলে তা দেখাতে অস্বীকার করে মুম্বই পুলিশ।
''আমার মেয়ের দেহের ময়নাতদন্তের রিপোর্টও আমি দেখেছি। আমার মেয়ে ধর্ষিত হয়নি। ও অন্তঃসত্ত্বাও ছিল না। শরীরের কোনও অঙ্গ-প্রত্যঙ্গে আঘাতের চিহ্ন নেই।”
গোটা ঘটনা, তখন চাঞ্চল্যকর মোড় নেয়, যখন বিজেপি সাংসদ নারায়ণ রাণে দাবি করেন, দিশা ধর্ষণ করে খুন করা হয়েছিল, আর সুশান্ত সিং রাজপুতেরও সেই পরিণতি হয়। যদিও, খোদ নিহত দিশা সালিয়ানের মা-বাবা বিজেপি সাংসদের এমন দাবি উড়িয়ে দিয়েছেন। তাঁদের বক্তব্য, 'আমাদের জীবনে দয়া করে ঢুকবেন না প্লিজ। পুলিশ আমায় প্রমাণ-সহ সমস্ত কিছু জানিয়েছে।...'
তিনি দিশার আত্মহত্যার খবর দেন। কাউকে সন্দেহ করছি না। দিশা ওই রাতে মদ্যপান করেছিল। খুবই হতাশ হয়ে পড়েছিল ও। মনে হয় এরজন্যই দিশা চরম পথ বেছে নিয়েছে।
ওইদিন (৮ জুন) হিমাংশু ফোন ধরে বলেন, দিশা অন্য বেডরুমে শুয়ে পড়েছে। দিশাকে বুঝিয়ে পরে কল করবে বলে জানান হিমাংশু। এর পরদিন লন্ডনের সময় সকাল ৭টা নাগাদ দীপের ফোন আসে।
দু’টি চুক্তিই কার্যকর হয়নি। এরপর দিশা তখন ভাবতে শুরু করে, তাকে সবাই বোকা আর অকর্মন্য ভাবছে! এর সঙ্গে পারিবারিক সমস্যাতেও জর্জরিত ছিল রিয়া।
দিশার লন্ডন-নিবাসী বান্ধবী অঙ্কিতা পুলিশকে জানিয়েছেন, ভিভো মোবাইল এবং কিয়োর ফিট জিম - এই দুটি সংস্থার সঙ্গে চুক্তি করতে মধ্যস্থতা করছিলেন দিশা।
সেই পার্টির ভিডিওতে দেখা যায় খুব খুশি দেখাচ্ছিল দিশাকে। কিন্তু, তারপরই দিশার মর্মান্তিক পরিণতি!মুম্বই পুলিশ মনে করছে আত্মঘাতীই হয়েছেন দিশা। কিন্তু, হত্যা বা দুর্ঘটনায় মৃত্যুর তত্ত্বকেও উড়িয়ে দিচ্ছে না পুলিশ। আর এই প্রেক্ষাপটেই নানা মহলে এই প্রশ্নও উঠছে। প্রেমিকের সঙ্গে সম্পর্ক ভাল যাচ্ছিল না দিশার?
৮ জুন বহুতল থেকে পড়ে সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ানের অস্বাভাবিক মৃত্যু! অথচ তার কয়েকঘণ্টা আগেই তিনি পার্টি করেছেন। কী এমন ঘটল এর মাঝখানে? প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যুর সঙ্গে কি সুশান্তের মৃত্যুর কোনও সম্পর্ক আছে?
৮ জুনই অভিনেত্রী রিয়া চক্রবর্তী প্রেমিক সুশান্ত সিং রাজপুতের ফ্ল্যাট ছেড়ে চলে যান। আর ওইদিনই সুশান্তের প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ান পার্টি করছিলেন তাঁর প্রেমিক রোহন রাইয়ের ফ্ল্যাটে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -