সুশান্তকে বাড়িতে আটকে রাখতেন! রিয়ার বিরুদ্ধে একাধিক ভয়ঙ্কর অভিযোগ এফআইআর-এ
অভিযোগ, সুশান্তকে বান্দ্রার ফ্ল্যাটে থাকতে বাধ্য করেন রিয়াই। তাঁর পরামর্শেই আগের বাড়ি ছাড়েন সুশান্ত। তারপর সুশান্তের ঘনিষ্ঠ কিছু পরিচারককেও কাজ থেকে সরিয়ে দেন রিয়াই। তাছাড়াও অভিযোগ, সুশান্তকে জোর করে বাড়িতে আটকে রাখতেন রিয়া!
সুশান্তের বাবার অভিযোগ, রিয়ার উদ্দ্যেশ্য ছিল ছেলের অর্থ এবং সম্পত্তি হাত করা।। সুশান্তের ক্রেডিট কার্ড ব্যবহার করে কেনাকাটা, বিদেশ ভ্রমণ করতেন রিয়া। শুধু তাই নয়, সুশান্তকে দিয়ে খুলিয়েছিলেন তিন-তিনটি কোম্পানি। সেই কোম্পানিগুলির ডিরেক্টর পদে সুশান্ত ছাড়া আছেন আর দুইজন, রিয়া ও তাঁর ভাই সৌভিক চক্রবর্তী।
২৬ জুলাই পটনা থানায় সুশান্তের কথিত বান্ধবী রিয়া চক্রবর্তী ও তাঁর পরিবারের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন সুশান্তের বাবা কে কে সিংহ। রিয়ার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির জামিন অযোগ্য ৩০৬, ৩৪১, ৩৪২, ৩৮০, ৪০৬, ৪২০ ধারায় মামলা দায়ের করা হয়।
১৮ জুন মুম্বই পুলিশের কাছে বয়ান দিয়েছিলেন রিয়া চক্রবর্তী। সোমবার মুম্বইয়ের সান্তাক্রুজ থানায় গিয়ে নিজের বয়ান রেকর্ড করেন মহেশ ভাট। পুলিশ সূত্রে খবর, রিয়ার সম্পর্কেই মহেশকে জিজ্ঞাসাবাদ করা হয়। নিজের বয়ানে মহেশ জানান, রিয়ার সঙ্গে সুশান্তকে নিয়ে কোনও আলোচনা হয়নি। রিয়াকে সুশান্তর সঙ্গ ছাড়তেও বলেননি বলে দাবি করেন মহেশ। এর আগে মুম্বই পুলিশের কাছে আদিত্য চোপড়া নিজের বয়ানে রিয়ার উল্লেখ করেছিলেন। পুলিশ সূত্রে খবর, আদিত্য জানিয়েছেন একটি বিজ্ঞাপনের শ্যুটিংয়ের জন্য রিয়া তাঁর সঙ্গে ইউরোপ গিয়েছিলেন।
সুশান্তের বাবার অভিযোগ, তাঁর ছেলের অ্যাকাউন্ট থেকে ১৭ কোটি টাকা তুলেছিলেন রিয়া! পটনার এসএসপি জানিয়েছেন, বিশেষ পরিস্থিতিতে এফআইআর গ্রহণ করা হয়েছে! বিহার পুলিশ ইতিমধ্যেই মুম্বইয়ে পৌঁছেছে!
এবার সুশান্তের বান্ধবী তথা অভিনেত্রী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন মৃত অভিনেতার বাবা! পটনার রাজীব নগর থানায় রিয়ার বিরুদ্ধে আর্থিক প্রতারণা ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ দায়ের করেছেন তিনি ।
এবার সুশান্তের বান্ধবী তথা অভিনেত্রী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন মৃত অভিনেতার বাবা! পটনার রাজীব নগর থানায় রিয়ার বিরুদ্ধে আর্থিক প্রতারণা ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ দায়ের করেছেন তিনি। এছাড়াও সুশান্তের বাবার অভিযোগ, তাঁর ছেলের অ্যাকাউন্ট থেকে ১৭ কোটি টাকা তুলেছিলেন রিয়া। পটনার এসএসপি জানিয়েছেন, বিশেষ পরিস্থিতিতে এফআইআর গ্রহণ করা হয়েছে!বিহার পুলিশ ইতিমধ্যেই মুম্বইয়ে পৌঁছেছে!