সুশান্তের অজান্তেই তাঁকে ড্রাগ দিয়েছিলেন রিয়া? এবার সরব সুশান্তের জামাইবাবু
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 03 Aug 2020 12:01 PM (IST)
1
ব্লগে তিনি লেখেন,
2
3
4
5
6
7
8
ভাইয়ের মৃত্যুর তদন্তে স্বচ্ছতার দাবি জানিয়ে, আগেই প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে খোলা চিঠি লিখেছেন সুশান্তের দিদি।
9
এবার সরব মৃত অভিনেতার জামাইবাবু বিশাল কীর্তি।
10
অন্তরাল থেকেই সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর মামলায় সুবিচার চেয়ে ভিডিও বার্তা দিয়েছিলেন রিয়া চক্রবর্তী। কোথায় অভিনেত্রী? সুশান্তের প্রেমিকা রিয়াকে সামনে আসার অনুরোধ জানাল বিহার পুলিশ। সূত্রের খবর, তদন্তকারীরা জানতে পেরেছেন, সুশান্ত অন্তত ৫০টি সিম কার্ড বদলেছিলেন। বিহার পুলিশের দাবি, একটি সিম কার্ডও সুশান্তের নামে নথিভূক্ত ছিল না!
11
সুশান্তের কিছুদিন আগেই ১৪ তলা বাড়ি থেকে পড়ে মৃত্যু হয় তাঁর প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ানের। রবিবার মুম্বইয়ে দিশার বাড়িতে যায় বিহার পুলিশ। কিন্তু, কারও সঙ্গে দেখা হয়নি।