সুস্থভাবে বেঁচে থাকার জন্য সমান জরুরি মানসিক স্বাস্থ্য! সুশান্তের মৃত্যু সম্পর্কে বলছেন সুস্মিতা
সুস্মিতা জানান, সুশান্তের মৃত্যু আরও একবার বুঝিয়ে দিল মানসিক স্বাস্থ্য ও অনুভূতিগুলি কতটা জরুরি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএমন সময়ই সুশান্তের মৃত্যুর খবর বিদ্ধ করে তাঁকে। তিনি তারপর থেকেই নিয়ম করে মানসিক স্বাস্থ্য নিয়ে ব্লগ লেখা শুরু করেন।
বারবার ভেবেও মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলা বা লেখা হয়ে উঠছিল না তাঁর।
সুস্মিতা আরও বলেন, তিনি যখন ইউটিউব চ্যানেল খোলেন সবাই নিয়মিত তাঁকে মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলতে বলতেন।
সুস্মিতা বলেন, সুশান্তের মতো অনেক তরুণ তারকা আমাদের কিছু বলতে চাইছেন। আমাদের উচিত ও দায়িত্ব তাদের কথা শোনার, পাশে থাকার। অযথা তাঁদের দোষারোপ করার চেষ্টাও করবেন না।
সুস্মিতা বলেন, যে বলি অভিনেতা একের পর এক ছবিতে দর্শকদের মন জয় করেছেন তিনি নিজেই ভুগছিলেন ক্লিনিক্যাল ডিপ্রেশানে! এটা খুবই অবাক করা কথা।
সুশান্তের মৃত্যু ফের একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল কেবল শারিরীক নয়, সুস্থভাবে বেঁচে থাকার জন্য সমানভাবে প্রয়োজন মানসিক সুস্থতা। এই কথাই বলছেন সুস্মিতা।
বলিউডের সমস্ত খবর ছাপিয়ে আনাচে কানাচে ঘুরছে এখন একটাই নাম - সুশান্ত সিং রাজপুত। রবিবার সকালে বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় অভিনেতা মৃতদেহ। এই খবর ছড়িয়ে পড়ার পরই চমকে ওঠেন অনুরাগী থেকে শুরু করে তামাম বলিউড। কেন মাত্র ৩৪ বছরে শেষ হয়ে গেল এক সম্ভবনাময় নায়কের জীবন? প্রাথমিক তদন্তে একটি শব্দকেই কাঠগড়ায় তুলছে পুলিশ- অবসাদ। সুশান্তের মৃত্যু নিয়ে কী বলছেন অভিনেত্রী সুস্মিতা সেন?
- - - - - - - - - Advertisement - - - - - - - - -