Swastika Celebrates New Year: তাঁর মধ্যে যত নারী বসবাস করে সবাইকে স্বস্তিকার নতুন বছরের শুভেচ্ছা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 05 Jan 2021 01:47 PM (IST)
1
নানা রূপে স্বস্তিকা মুখোপাধ্যায়। কখনও সাদা কালো, খোলা চুল, ব্যক্তিত্বময়ী।
2
কখনও সমুদ্রের ধারে সূর্যোদয়ের প্রতীক্ষায়।
3
আবার আয়নার সামনে ঝলমলে সুন্দরী।
4
5
চুল কখনও একেবারে ছাঁটা।
6
আবার কখনো বিন্দুমাত্র মেকআপহীন।
7
8
সব রকমেই স্বস্তিকা মুখোপাধ্যায় উজ্জ্বল আবিষ্কার।
9
সব ছবি: ইনস্টাগ্রাম
10
আবার কখনও ঘরোনা গিন্নী। সারাদিনের পরিশ্রমে ঘেঁটে গিয়েছে লাবণ্য।