দশমীতে সিঁদুরে রাঙা স্বস্তিকা, রইল নায়িকার পুজোর সম্পূর্ণ ফটো অ্যালবাম
অনুরাগীরাও প্রশংসার ঝড় তুলেছিলেন কমেন্ট বক্সে।
স্বস্তিকার ফটোশ্যুটের এই ছবিগুলি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়
কালো বেনারসীতে ফটোশ্যুট করে তাক লাগিয়েছেন স্বস্তিকা।
লাল পেড়ে তসররঙা শাড়ি আর ফুলের গয়নায় অনন্য স্বস্তিকা।
দেখে নিন স্বস্তিকার সেই ফটোশ্যুটের ঝলক।
কালো শাড়ির সঙ্গেও পরেছিলেন মানানসই ফুলের গয়না।
কিন্তু নবমী দশমীতে একেবারে সক্রিয়ভাবে বাড়ির পুজোয় দেখা গেল স্বস্তিকাকে।
পুজোর অন্যান্য দিন তিনি ছিলেন রূপসী নায়িকা।
পুজোবাড়ি যাওয়ার আগেও ছবি শেয়ার করেছিলেন তিনি।
নিজের বাড়িতে স্বস্তিকা।
দশমীর দিনে নায়িকাকে পাওয়া গেল একেবারে অন্যরূপে।
তবে কেবল দশমী নয়, পুজোয় প্রতিদিনই নিজের সমস্ত আপডেট সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন স্বস্তিকা।
মাথায় ঘোমটা দিয়ে কাঁসর বাজাচ্ছেন স্বস্তিকা
কখনও বাড়িতে, আবার কখনও পুজোয় সক্রিয় অংশগ্রহণ। নিউ নর্মালে পুজো কেমন কাটল অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের? রইল সম্পূর্ণ অ্যালবাম।
দশমীর সিঁদুরখেলা
লালপেড়ে সাদা শাড়িতে স্বস্তিকা একেবারে ঘরের মেয়ে।
মেয়ের সঙ্গে স্বস্তিকা
পুজোর মধ্যেও বাবাকে মিস করছেন নায়িকা। ক্য়াপশানে লিখলেন বাবার কথাও।
সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর ছবি গুলদস্তা।
ছিল না মেকআপের আধিক্য। শেষবেলায় বরণ করলেন উমাকে।
আজ দশমীর দিন লাল সাদা শাড়িতে মেয়ের সঙ্গে হাসিমুখে স্বস্তিকা।