Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
সি-প্লেনে চড়ে মাত্র ৩০ মিনিটে সবরমতী থেকে স্ট্যাচু অফ ইউনিটি! টিকিটের দাম ১৫০০ টাকা
আহমেদাবাদ থেকে সি-প্লেন ছাড়বে সবরমতী রিভার ফ্রন্ট থেকে সকাল দশটা পনের মিনিটে। কেভাড়িয়ায় সর্দার বল্লভ ভাই পটেলের মূর্তির কাছে বিমান পৌঁছবে দশটা পঁয়তাল্লিশ মিনিটে। অর্থাৎ ঘড়ির কাঁটা ধরে মাত্র আধ ঘন্টা সময় লাগবে গন্তব্যস্থলে পৌঁছতে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআগামী ৩১ অক্টোবর সর্দার বল্লভ ভাই পটেলের জন্মজয়ন্তীতে এই সি-প্লেন পরিষেবার উদ্বোধন হবে। প্রাথমিকভাবে তা চালু করা হবে আহমেদাবাদ থেকে কেভাড়িয়ায় সর্দার বল্লভ ভাই পটেলের মূর্তি ‘স্ট্যাচু অব ইউনিটি’ পর্যন্ত। পরবর্তী সময়ে এর সীমানা বাড়ানো হবে বলে স্পাইসজেটের পক্ষ থেকে জানানো হয়েছে। জানা গিয়েছে, খুব অল্প জলভাগ থেকেই উড়তে পারে এই প্লেন। ইতিমধ্যেই নাগপুর, গুয়াহাটি ও মুম্বইয়ে এর ট্রায়াল শেষ করেছে স্পাইসজেট। দেশের ১৮টি রুটে এই ধরনের সি-প্লেন চালানোর পরিকল্পনা রয়েছে এই বিমান পরিবহন সংস্থার। যার সূচনা হতে চলেছে আহমেদাবাদ থেকে। আগামী ৩০ অক্টোবর থেকে ওই প্লেনের টিকিট পাওয়া যাবে www.spiceshuttle.com সাইট থেকে। আপাতত ভাড়া ঠিক হয়েছে ১৫০০ টাকা।
ভারতে এই প্রথম এই ধরনের পরিষেবা চালু করছে বেসরকারি বিমান পরিবহণ সংস্থা স্পাইসজেট। আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে ও পর্যটক টানতে এই পরিষেবা চালু করছে এই বেসরকারি বিমান পরিবহন সংস্থা। আর এই সি-প্লেনের মাধ্যমে আহমেদাবাদ থেকে মাত্র আধ ঘন্টায় ‘স্ট্যাচু অফ ইউনিটি’-তে পৌঁছে যাওয়া যাবে।
ভারতের অন্যতম ভাস্কর্যের মধ্যে পড়ে ‘স্ট্যাচু অফ ইউনিটি’। আর এবার এই ‘স্ট্যাচু অফ ইউনিটি’ দেখার ক্ষেত্রে পর্যটকদের সুবিধা দিতে চলেছে স্পাইসজেট। দেশে চালু হচ্ছে প্রথম সি-প্লেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -