সারাদিন লুচি-ফল-মিষ্টি, রাতে অন্ন, দেখুন তারাপীঠের তারা মায়ের মহাভোগ...
বীরভূমের তারাপীঠে প্রথা মেনে তারা মায়ের আবির্ভাব তিথি উদ্যাপন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশারদীয়ার শুক্ল চতুর্দশী! তারা মায়ের আবির্ভাব দিবস। সেই উপলক্ষ্যে তারাপীঠে শক্তির আরাধনা।
রীতি অনুযায়ী মায়ের আজ উপোস! দিনভর তাই ফল-মিষ্টিই খান মা। মহাভোগ তোলা থাকে রাতের জন্য!
দিনে মাকে অন্নভোগ দেওয়া হয় না বলে, এদিন মন্দিরের সেবায়েতরাও অন্ন ছোঁন না।
তবে দিনে তারা মাকে কোনও অন্নভোগ দেওয়া না হলেও, দুপুর থেকেই শুরু হয় রাতের ভোগের প্রস্তুতি।
সকালে মঙ্গলারতির পর লুচি, মিষ্টি, সুজি দিয়ে দেওয়া হয় শীতল ভোগ।
এরপর দুপুরে ফল ভোগ। এখানে দেওয়া হয় না কোনও অন্নভোগ।
রাতে মাকে দেওয়া হয় অন্ন ভোগ। যাকে বলা হয় মহা ভোগ।
রাতে খিচুড়ি, পোলাও, পাঁচরকম ভাজা, মাছ-মাংস দিয়ে করা হয় ভোগ নিবেদন।
রাতে মায়ের কাছে অন্নভোগ নিবেদন করার পরই উপবাস ভাঙেন সেবায়েতরা।
বছরের মধ্যে আজকের দিনেই তারা মাকে এক পলক ছুঁয়ে দেখার সুযোগ পান ভক্তরা!
মানুষের বিশ্বাস, এখানে সাধনা করলে সাধক জ্ঞান, আনন্দ ও সিদ্ধি লাভ করেন।
কথিত আছে, তারা মায়ের বোন মৌলাক্ষী মা। ঝাড়খণ্ডের মলুটিতে তাঁর অধিষ্ঠান।
মানুষের বিশ্বাস, চতুর্দশীতেই দেখা হয় দুই বোনের।
বীরভূম জেলার রামপুরহাট শহরের কাছেই মন্দির নগরী তারাপীঠ
- - - - - - - - - Advertisement - - - - - - - - -